কাজল কালো চোখ

মুন ৮ এপ্রিল ২০২০, বুধবার, ১১:৩২:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

কাজল কালো চোখ:

'আমি দেখেছি তারে সেতো কালো নয় যেন কালো হরিণ চোখ ,

হ্যাঁ বন্ধুরা আমরা নারীর কালো চোখের সবাই পাগল বিশেষ করে ছেলেরা

নারীর কালো চোখে মায়া খেলা করে যে মায়া মন্ত্র মুগ্ধের মতো নিয়ে যায় অন্য ভুবনে
নারীর কাজল কালো চোখের দৃস্টিতে বস হয়না এরকম পুরুষ পাওয়া কঠিন

নারীর সুন্দর্যের অন্যতম অঙ্গ হচ্ছে নারীর চোখ এবং সেটা কাজল কালো কালো হরিণ চোখ

সেই চোখের মাঝে যদি থাকে মায়াবী দৃশ্য আঃ.. .মনে কি অনাবিল শান্তি

এজন্যই চলচিত্রের গানে বলে পড়েনা চোখের পলক কি তোমার রূপের ঝলক সত্যি নারীর রূপের ঝলকে পুরুষের সব কিছু হারাম হয়ে যায়

নারীর সুন্দর্যে পুরুষের রাতের ঘুম হারাম হয় দিনের আরাম হারাম হয় সে নারীর সুন্দর্যের বিভোরে হারিয়ে যায়

অন্য ভুবনে সে ভুবন থেকে ফিরে আসার নয় সে ভুবন শুধু আনন্দের শান্তির যে ভুবনের গভীরতায় শুধু নিজেকে নিমোজিত করতে ইচ্ছা করে

নারীর প্রতিটা রূপ রসের ফোটা নিজের শরীরের প্রতিটা লোমকূপের ফুটোয় ধীরে ধীরে ঢোকাতে ইচ্ছা করে
আর যখন স্যালাইনের মতো ধীরে ধীরে ঢুকতে থাকে আহ.কি শান্তি কি পরিতৃপ্তি যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়

নারীর রূপ সুন্দর্য প্রতিটা পুরুষের কাছে চরম আরাধ প্রতিটা পুরুষ চায় সে জীবনে সুন্দর একজন রমণীর সজ্জা সঙ্গী হবে যার রূপ রসের সুধা সে ধীরে ধীরে পান করবে তৃপ্তি নিয়ে

কিছু পুরুষের পায় কিন্তু বেশিরভাগ পুরুষ পায়না না

নারীর রূপের রসের প্রতিটি ফোঁটা পুরুষের কাছে অমৃতের সুধা যা শুধু পান করলে আর তার জীবনে চাওয়া পাওয়ার কিছু থাকেনা ঘাড়তি আফসুস থাকেনা প্রতিটা পুরুষের এটাই আরাধ এটাই আজীবনের চাওয়া পাওয়া

নারীর এই রূপ সুধার অন্যতম অঙ্গ হচ্ছে কাজল কালো মায়াবী চোখ যে চোখের দৃস্টিতে হারিয়ে যায় মন আমার মন এখন হারায়

এজন্যই গানে বলে

' কাজল কালো চোখ যে তুমার মায়াবী চাঁদের আলো ,

হা বন্ধুরা মায়াবী চাঁদের আলো যে চাঁদনী রাত সব পুরুষদের জীবনকে আসতে চায় যে রাতের জোছনায় হারিয়ে গেলে অন্য দিনের আর দরকার হয়না

শুধু মনে হয় রাত যেন না কাটে এই রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো

মায়াবী রাত বাঁকা চাঁদ তুমার চোখে দেখি সেই ফাঁদ যেই ফাঁদে পড়ে আমি কাদ কাঁদ

কাজল কালো চোখের মায়াবী দৃস্টি সত্যি আমাদের মায়া হরিনের রাজ্যে নিয়ে যায়
যে মায়ায় শুধু হারিয়ে যেতে মন চায়

কাজলের কালো জোনাকির আলো পুষ্প পল্লবের দোলে মন যে হয় ভালো

কাজল কালো রমনীদের দেখলে অন্যরকম ভালো লাগে

চোখে কাজল দেবার কারণে রমণীর সারা অঙ্গের রূপ যেন বের হয়ে যায়

এজন্যই মেয়েরা চোখে কাজল দেয় নকল পাপড়ি দিয়ে পাপড়ি বড় করে

কারণ বাঙালি মেয়েদের চোখের কাজলে তার সত্যিকারের রূপের সুন্দর্য ফুটে উঠে

কোন মেয়ে যদি দেখতে খারাপও হয় তবুও কাজল কালো চোখে ভালো লাগবে তাকে

দেখে মায়া মায়া একটা অনুভব আসবে

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ