কমেডিক হরতাল

বোকা মানুষ ৫ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ১১:৪৬:৩১অপরাহ্ন বিবিধ, সমসাময়িক ১৮ মন্তব্য

আজ অফিস থেকে বাসায় ফেরার সময়টা ছিল আতঙ্ক আর কমেডির মিশ্রণে বেশ ঘটনাবহুল।

 

দুর্ঘটনা:

 

রিক্সায় করে আসছি, এমন সময় আমার রিক্সার ৪-৫ ফিটের মধ্যে বিকট শব্দে পরপর বেশ ক'টা হাতবোমা ফাটলো। সম্ভবত স্প্লিন্টার ছিলনা ভিতরে। থাকলে আর এই স্ট্যাটাস দিতে হতনা, সোজা হাসপাতাল। অবশ্য মন্দ হতনা মনে হয়, পারিবারের সদস্য আর বন্ধু বান্ধবদের কপট রাগ মাখা মনোযোগ পেতাম ক'দিন আর প্রতি বছরই প্রায় অব্যবহৃত থাকা সিক লিভ গুলোর মত এবছরের গুলোও বিফলে যেতনা। আর ভাগ্য নিতান্তই খারাপ হলে হরতালের নির্মমতার শিকার হিসেবে পত্রিকার শিরোনাম হতাম। 😛

 

কমেডি ঘটনা:

 

বোমাতঙ্ক ঠিকমত তখনও কাটে নাই। বাসার মোটামুটি কাছাকাছি এসে গেছে রিক্সা। বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার মুখটাতে হালকা জ্যামের কারনে রিক্সার গতি অনেকটা কমে এল। ঠিক এমন সময় একটা হিজড়া হঠাৎ লাফ দিয়ে আমার রিক্সায় উঠে পাশে বসে পড়ল। খনখনে গলায় বলল "টেকা দে, নইলে নামুম না রিসকা থেইকা"। এটা শুনে আমি শান্তভাবে একটু সরে বসে নির্বিকার ভাবে তাকে বললাম "বসতে পারছেন ঠিকমত"? আমার নির্বিকার ভাব দেখে আর প্রশ্ন শুনে একটু ভ্যাবাচেকা খেয়ে গেলেও আবারও বলল "টেকা দে কইতাসি, নাইলে হাছাই নামুম না"। আমি তখন বললাম "বিকালের নাস্তা মনে হয় করেন নাই। চলেন আমার বাসায়, চা নাস্তা খাওয়াবো। মাসের শেষ, বেতন পাই নাই, পকেট একদম খালি। রিক্সা ভাড়াটাও বাসা থেকে নিয়ে দেব। টাকা না দিলে আপনি যখন নামবেনই না, তখন চলেন আমার বাসায়। টাকা না দিতে না পারলেও চা নাস্তা তো খাওয়াতে পারবো"। রিক্সা ততক্ষণে যমুনা ফিউচার পার্ক পার হয়ে গেছে। আমার এই কথা শুনে সে চরম বিরক্তির সাথে আমাকে একটা অশ্লীল গালি দিয়ে বলল "এই _ _ _ _ তো দেহি আমগোত্থেও বেশি ছ্যাচ্চর"। তারপর রিক্সওয়ালাকে "ওই সাইড কর, নামুম" বলে নেমে গেল। আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাসায় ফিরলাম। 😀

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ