কবি

তারাবতী ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ০১:২৪:২৩পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

মানুষ হয়ে যদি মানুষকে ভাল নাই বাসতে পারো,

তবে তুমি চিরদিন অমানুষ হয়েই থাক।

অনুভব করার ক্ষমতা যদি তুমি নাই কাজে লাগাতে পারো,
তবে তুমি নির্জিব হয়েই থাকো।
ভাল মন্দের পার্থক্য যদি তুমি নাই করতে পারো,
তবে তুমি ব্যাহায়া হয়েই থাকো।
অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি সংগ্রাম নাই করতে পারো,
তবে তুমি কাপুরুষ হয়েই থাকো।
নফসের তাড়নায় যদি নিজেকে সংযত নাই রাখ,
তবে তুমি ধংসস্তুপ হয়েই থাকো।
তৃতীয় নয়ন দিয়ে যদি পৃথিবীকে দেখতে নাই পার,
তবে তুমি পরশী হয়েই থাকো।
জাগ্রত চেতনায় ‍যদি অক্ষমতাকে বোঝার ক্ষমতা নাই থাকে,
তবে তুমি ঘুমিয়েই থাকো।
সুস্থ্য বিবেক দিয়ে যদি তুমি নিজেকে চালিত নাই করতে পার,
তবে তুমি চুপ করেই থাকো।
আস্তিকের পথকে যদি তুমি ঠিকঠাক চিনতে নাই পার,
নাস্তিকের বেশে কাফির বা মুশরিক হয়েই থাকো।
আমার মুখের ও মনের ভাষা যদি তুমি নাই বুঝতে পার,
তবে তুমি ভাষার স্কুলে ভর্তি হয়েই থাকো।

কবি!
হৃদয়কে দিয়ে অনুভব কর যা বলি,
সমস্ত ইন্দ্রিয় শক্তি দিয়ে বোঝার চেষ্টা করো।
তুমি তোমার মানসিকতার ভূমিতে-
নানা রকম অঙ্কুরিত সত্যকে চাষাবাদ করতেই পারো।

তারাবতী

৩/১০

আস্সালামু আলাইকুম । সোনেলা ব্লগে প্রথম পোষ্ট। সবাইকে জানাচ্ছি শুভকামনা। শুভ ব্লগিং।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ