কবি

শিরিন হক ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ০৮:২২:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

কবিদেরও মন খারাপ হয়
হৃদয়ের গহীনে হয় রক্তক্ষরণ।
কবিদেরও যন্ত্রণা থাকে কিছু
অপ্রাপ্তির আখরে।

কবিরাও প্রেম বিলাশী হয় কখনো কখনো,
নিদারুণ রোষে চোখের জলে কবিরাও ভাসে।
হিংস্র -অহিংস ব্যথা- বেদনায়
কিছু শব্দের খেলায় মাতে।
বিদ্রোহী, প্রেমিক, সাম্যবাদী, ক্ষেপা, যাই ভাবো
সবার অন্তরালে কবিরও একটা নরম মন থাকে।

কবি ভালোবেসে মরুউদ্যানে হাজার গোলাপ ফোঁটাতে পারে।
কবি চিরটাকাল ভালোবেসে একা হেঁটে যেতে পারে পৃথিবীর এ প্রান্ত থেকে অন্যপ্রান্ত।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ