• আজ শুক্রবার, ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের বিষ্ময়কর প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী। এমন একটি দিনে রবির আলোক প্রভায় উদ্ভাসিত হবে বাঙালির জীবনের চারপাশ। গোটা বাঙালির নিকটে রবীন্দ্রনাথ পরম পাথেয়। জাতির সকল সংকট-সম্ভাবনায়, প্রত্যাশা-প্রাপ্তিতে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা দীপ্যমান। তিনি শুধু নিজেকেই নয় প্রত্যেক বাঙালির আত্মউন্মোচন করেছিলেন নিজের গান-কবিতা আর গদ্যের মধ্যদিয়ে। মানবজীবনের অনুভূতির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে রবীন্দ্রনাথের সরব উপস্থিতি।
  • বাঙালির চেতনায়, মেধা ও মননে রবীন্দ্রনাথ সর্বব্যাপী। তার ভাব জগৎ ও কর্ম জগতের সকল সৃষ্টি সম্ভারে আবর্তিত হয়েছে বাঙালির তনুমন। শুধু সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে নয় বাঙালির সরল জীবন বেষ্টন করে আছেন এই মহামানব। তার আলোকের ঝর্ণাধারায় স্নাত হয়ে গোট জাতি আগামীর স্বপ্ন বুনে যাবে। সেই প্রত্যাশা আমাদের।
  • যিনি আমাদের এই জগৎকে শিল্প, সংস্কৃতির এক বিশাল ভান্ডার উপহার দিয়ে গেছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯-তম জন্ম জয়ন্তীতে  গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ..
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ