কবিতা পাঠ

সুরাইয়া পারভীন ১২ জুলাই ২০২১, সোমবার, ০৮:৫৯:৫০অপরাহ্ন অন্যান্য ২০ মন্তব্য

ছোট বেলা থেকে যখনই কথা বলতাম তখন সবাই বলতেন আস্তে কথা বলতে। মেয়ে মানুষের এতো জোরে কথা বলা ঠিক নয়। মা বলতেন, নানী বলতেন, দাদী বলতেন, পাড়াপড়শী তো বলতেনই

যা কিছু বলতাম তাতেই সবাই ধমক দিতেন বাজখাঁই কন্ঠস্বরের জন্য। তাই ধরেই নিয়েছি আমার কন্ঠস্বর অনেকটায় না অনেকটায় নয় পুরোটাই কাকের মতো অর্থাৎ কর্কশকন্ঠি।

এই কর্কশ কন্ঠে কবিতা পাঠ বলেন তো কেমন লাগে! আপনাদের শুনতে যেমনই লাগুক আমার কিন্তু ভালো লাগে। অদ্ভুত এক তৃপ্তি পাই। তাই আর এ জিনিস ছাড়তে পারলাম না

https://www.youtube.com/watch?v=FKLA5YpBBWA

 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ