কবিতার নৌকো

নীরা সাদীয়া ২৫ জানুয়ারি ২০১৭, বুধবার, ০৪:২৭:১৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৭ মন্তব্য

কখনো কান্নার জলে কবিতা হয়,
কলমের কালিতে ঝড়ে পরে কান্না।
নীল কালিতে হৃদয়ভাঙা কান্না,
ধূসর কালিতে চাপা কান্না,
লাল কালিতে আর্তনাদ,
অদৃশ্য কালিতে বিরহ,
আর মেকী কালিতে মায়াকান্না।
.
কান্নার অনেক রঙ,অনেক ধরন।
বোবা কান্না,চাপা কান্না,
ব্যাথাকে অাঁকড়ে হাউমাউ কান্না,
কিংবা হাসির আড়ালে
ঝুলে থাকা কান্না।
.
আমি কান্নার জলে ভাসাই কবিতার নৌকো।

.
নীরা সাদীয়া
২৫.০১.১৭

(২০১৭ তে লেখা ১ম কবিতা কিন্তু পোস্ট করলাম ২য় তে।)

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ