১।
ও ছাগু তুই খাস কি
কাঁঠালপাতা চাস কি।
কাঁঠাল পাতা নাই
করমু তোরে জবাই। :p

২।
ছাগু ছাগু ডাক পাড়ি
দেখছনি ছাগুদের বাড়ি।
ওরে ছাগু কই যাস
তোদের জন্য আনছি ঘাস।

৩।
কাঁঠাল পাতা জোড়া জোড়া
ওরে ছাগু ঘুরে দাঁড়া
দৌড় দিলেই মারবো কোঁড়া
আমরা আছি আজো খাড়া। :p

৪।
তিনটা বড় ছাগুর আছে
এখনো রায়ের বাকি,
ছাগু মুক্ত বাংলাদেশের
সপ্ন মোরা আঁকি।

৫।
সবাই বলেন জিন্দাবাদ
ছাগুরা সব নিপাত যাক।

বিঃদ্রঃ ইহা একটি রম্য ছড়া, ছাগু
ছাড়া আর কারো জীবনের
সাথে মিল পাইবেন না, আর
ছাগুগো জীবনের সাথে মিল
খাইলে আমি পাগলের কিছু যায়
আসেনা।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ