ওরে পাগলী

সঞ্জয় মালাকার ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:০৫:৩০পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

জীবনের চেয়ে যাকে ভালো বাসতা -
সে আজ শরীর খেলা মগ্ন //

ওরে পাগলী-
সাদা কাগজের বুকে কলঙ্ক লিখা যায়,
কিন্তু মুছা যায়না!
তুমি যে সম্পর্কে করছ মাখামাখি
সে সম্পর্ক উত্তেজনা মেঠায়, আনন্দ দেয়না!

পাগলী কাগজ লিখে কালি শেষ হয়
কিন্তু কলঙ্ক শেষ হয়না,
কলঙ্ক জীবন মৃত্যু প্রর্যন্ত থেকে যায়!
তুমি হয়তো জানোনা -
সাদা কাগজে দাগ লেগেগেলে আর মুছা যায়না!

পাগলী, জীবনের গল্প লিখা খুব সহজ
কিন্তু গল্প শোনা খুবই কঠিন,
কখনো গল্প শোনে অশ্রু ঝরে, আবার কখনো আনন্দ দেয়,
পাগলী প্রেম ভালোবাসা সম্পর্ক,খুবিই মধুর
কিন্তু এমন সম্পর্ক মধুর হযনা -
যে সম্পর্ক কলঙ্ক ডাকে!

পাগলী -শরীর /মন/ দেহ, রূপ যৌবন
ক্ষাণিকের মোহ মায়া,
যে দিন সাদা কাগজ পূর্ণ হবে -কলঙ্কের কালিতে
সেদিন দেখবে বিশ্বাস আর ভালো বাসা কিছুই নেই?

পাগলী -
মৃত্যুর সাতে গল্প শেষ হয়-
গল্পের সাথে জীবন মৃত্যু হয়,
কিন্তু মৃত্যুর পরেও কলঙ্ক থেকে যায়।

পাগলী -
রূপ যৌবন প্রেম জোয়ারে ভাসায়
সম্পর্ক হাসায় -
আর শরীর জ্বালা -সতী নারীকে পথে ভাসায়।

পাগলী -
পাগলামি টা ভুলে থাকিস -
আমি হয়তো তোর থেকে অনেক দূরে চলে যাবো -
তবু যদি কোন ভুল করে থাকি ক্ষমা করে দিস //

ছবি সোনেলা ব্লগ থেকে শোয়ার //    

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ