ওরা কেউ মন বোঝে না

সুরাইয়া পারভীন ১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ১২:৪১:৩০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

সমস্ত দুঃখবোধকে জলাঞ্জলি দিয়ে,
আর একবার ভালোবাসায় সিক্ত হতে চাই।
তুমুল প্রেমের স্রোতে,
আরো একবার নিজেকে ভাসাতে চাই।
না পাওয়ার বিরহে,
আবারও একবার কাঁদতে চাই।
কি কাঁদাবে তো আমায়-
ভাসাবে প্রেমের স্রোতে?
সবাই বলে কি পেয়েছো কি পাওনি,
তাই নিয়ে কষ্ট কেনো পাও?
যা পেয়েছো তাই নিয়ে সুখে থাকো না বাপু।
তাদের কি করে বুঝাই?
মনের উপর কারো জোর চলে না।
তুমিই বলো না অনিন্দ্য,
মনকে কি নিয়ন্ত্রণ করা যায়?
সে কি শোনে কারো কথা?
মন সে তো তার ইচ্ছে মতোই চলে,
ইচ্ছে মতোই পাওয়া না পাওয়ার হিসেব কষে।
এখানে তো আমার কোনো হাত নেই-
নেই কোনো অধিকার।
ওরা কেউ মন বোঝে না অনিন্দ্য,
কেউ বোঝে না।
তুমি কি বোঝ অনিন্দ্য?
হ্যাঁ হয়তো তুমিই বোঝ, তুমিই বুঝে থাকবে

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ