এ-জীবনের নেই সমাপ্তি

সঞ্জয় মালাকার ২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ০৫:১৩:০৭অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
  • মানিষের জন্য!ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ। 
  • কোথায় সমাপ্তি,, 
  • এ-জীবনের নেই সমাপ্তি,
  • হয়নি কারো দয়া,
  • নিত্য দিনের স্বভাব হলো
  • অভাব নামের খেলা!
  • দেখছে সমাজ খেলছে বিবেক
  • কাঁদছে ওরা কারা,
  • ভোরের আলোয় জেগে দেখি
  • স্বপ্ন দিশেহারা! 
  • এ-জীবনের নেই সমাপ্তি,
  • ক্লান্তি বেলার সুখ,
  • সময় হতে দিয়ে গেলো
  • অশ্রু ঝরা চোখ!
  • সোনার অঙ্গে গন্ধ ঝরে
  • যেথায় সেথায় রাত,
  • পঁচা গান্ধা খাবার হলো
  • নিত্য ক্ষুধার ভাগ!
  • তবুও বলছি ওরা কারা
  • কোথায় পাবে স্হান,
  • এ-জীবনের নেই সমাপ্তি
  • শব্দ অভিমান!
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ