একটা গল্প

সঞ্জয় মালাকার ২৭ অক্টোবর ২০১৯, রবিবার, ০২:২২:৪৭অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

সত্যের সন্ধানী...

আমি দুঃখ করেছি সাথী... দারিদ্রসীমার দেশে,
আমি প্রয়োজন করিনা কিছু জীবন্ত ইতিহাসে...
আমি বাস্তব অবাস্তব কিছু বোঝি না,
শুধু জীবনের প্রয়োজনে জীবন কে বলি...তুমি আনন্দ দিও মৃত্যুর পথে।
--------------------------------------------------------------------------
জীবন তো একটা গল্প,,
আমার গল্প আমি বোঝি বোঝেনা অন্য কেউ
জীবন তো একটা গল্প,জীবন মৃত্যুর পথে থাকেনা কেউ,
আমার আমি হয়েছি একান্ত,সত্য যে বড় ক্লান্ত
কেউ জানেনা এ জীবন কোথায় হবে সমাপ্ত!

জীবন তো শুরু হয়েছে সবে,এখনো তো বহু স্বপ্ন পাবার আশায় হাসে,
তবু হাসে না চোখু লজ্জায়....
এ-মানব কূূলে এমন দৃশ্য দেখে শুধু আনন্দ পায়?
পাবার তো কথা,আমি যে এ সমাজ থেকে একটু বাহিরে
আমার পৃথিবী যে একটু ভিন্ন,
এ-ভিন্নতা যে আমার জীবনের গল্প।

তবু প্রশ্ন রাখি....জীবন তো জীবন,
এ-জীবনের হয়না কি কারো প্রয়োজন,
বড় বিচিত্র ময় মানব..আমাদের শুধু হয় পরাজয়,
তবু মুক্তি পাবার আশায়,মৃত্যু কে করি আশ্রয়?
যেন ওখানে নয় সমাপ্তি, আমি যে আশ্রয় হীন পৃথিবীতে
বড় অপরাধী!

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ