Screenshot_3
এখানে ক্লিক করে পরীক্ষার নাম,বোর্ডের নাম এবং রোলনাম্বার লিখুন এবং Submit করুন। ফলাফল পেয়ে যাবেন। 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ ৩০ মে। আজ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর বেলা একটায় সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনের পর বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।

গত ৬ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় মার্চের শুরুর দিকে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের কারণে একটি পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী হতে পারেনি। সব কটি পরীক্ষা হয়েছে পরিবর্তিত তারিখে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে।

এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে হলে নিম্নের ধাপ অনুসরন করুনঃ
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

SSC/Dakhil <space> First three letters of your Board name <space> Roll no <space>2015 and send to 16222। ফিরতি মেসেজ এ ফলাফল পেয়ে যাবেন।

উদহারন ঢাকা বোর্ডের জন্য- SSC<Space>DHA<Space>153660<Space>2015 send to 16222


বোর্ডের কোড নামঃ
DHA = Dhaka Board
BAR = Barisal Board
SYL = Sylhet Board
COM = Comilla Board
CHI= Chittagong Board
RAJ = Rajshahi Board
JES = Jessore   Board
DIN = Dinajpur Board
MAD = Madrasah Board
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ