এলোমেলো

নীল রঙ ১০ এপ্রিল ২০১৪, বৃহস্পতিবার, ০৪:০১:১৭অপরাহ্ন গল্প ১৪ মন্তব্য

নিশি ঘুম থেকে সকালে উঠেছে আজ।আজ ওর জন্মদিন।ক্যাম্পাসে যেতে হবে।ফ্রেন্ডরা ট্রিট চেয়েছে।এই অবরোধের মধ্যেও তাই যেতে হচ্ছে।
সকাল ১০টা-
-ঐ নিশি কই তুই??
:আসতেছি তো, রাস্তায়।রিক্সা পাচ্ছিলাম না।
-আয় আয়।সবাই ওয়েট করে আছি।
:ইমরান আসছে??
-এখনও আসে নাই।আসবে বলছে তো।
:আচ্ছা থাক আসতেছি।
"হ্যাপি বার্থ ডে টু ইউ।"-সবার চিল্লা চিল্লিতে নিশি লজ্জা পাচ্ছে ভিষন।পাগল গুলা ট্রিট চেয়ে নিয়ে এসে এমন করবে নিশি ভাবেনি।রায়হান,শিশির,মোনা,তুর্য,রাহাত,আবিদ,সেজুতি সব গুলা আছে।অথছ ইমরান এর এখনও কোন দেখা নেই।গাধাটা নিশ্চিত ভুলে বসে আছে।সবার উইশ সাথে গিফট আর কেক কাটা।নিশির কিছুই ভাল লাগছে না।ইমরান নেই।অথছ আজ সারাদিন ইমরান এর সাথে ঘুরবে বলে ঠিক করেছে।ইমরান সামনে এলে কি বলবে তাও ভেবে রেখেছে।দেখা হলে বলবে-"ইমু তোর সাথে একা একা ঘুরতে ভাল লাগে আমার।তোর সাথে রিক্সায় করে শহর চষে বেড়াতে ভাল লাগে।তুই পাশে থাকলে মনে হয় আমি পরিপূর্ন।তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে।এমন কোন জায়গায় যেখানে কেউ নেই শুধু তুই আমি আর নীল আকাশ।"
-শুভ জন্মদিন নিশি রাইত।মুখ তুলে তাকিয়ে দেখে ইমরান গোলাপ হাতে দাঁড়িয়ে আছে।
:থ্যাঙ্কু।এই তোর আসার সময় হলো?
-কি করবো বল পুরা শহর ঘুরে মাত্র ৭টা সাদা গোলাপ পাইছি।
:আমার সাদা গোলাপ পছন্দ তুই কেমন করে জানিস??
-জানতে হয় পাগলি।এই শোন তোর সাথে কথা আছে আমার।চল সামনে যাই।
:আর কত সামনে যাবো??বল এখন কি বলবি?
-"নিশি রাইত-তোর সাথে একা একা ঘুরতে ভাল লাগে আমার।তোর সাথে রিক্সায় করে শহর চষে বেড়াতে ভাল লাগে।তুই পাশে থাকলে মনে হয় আমি পরিপূর্ন।তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে।এমন কোন জায়গায় যেখানে কেউ নেই শুধু তুই আমি আর নীল আকাশ।যাবি আমার সাথে?"
:যাবো।তুই যেখানে নিয়ে যাবি সেখানেই যাবো।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ