এলোমেলো ভাবনা

সাবিনা ইয়াসমিন ২৭ অক্টোবর ২০১৮, শনিবার, ১২:০৯:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

যখন তোমার ভাবনা গুলো জোরো হয়
এক ঝলক হেমন্তের বাতাসের সাথে,
ভিড় করে অজস্র স্মৃতি।
স্মৃতি? নাহ,যা কিছু অমলিন তাতো স্মৃতি নয়।
অনেক যে ভালোবাসা ছিলো তা কিন্তু নয়!!
সূর্যোদোয় থেকে সূর্যাস্ত,রজনী হতে ভোর
এরই মাঝে ছিলো ভাবনার পথচলা।
অথবা কর্মব্যস্ততার ফাঁকে,
কখনো চলতি পথের বাঁকে
যেটুকু চোখাচোখি,
অফুস্ট শব্দে বলা,না বোঝা কথা গুলো
বুঝে নেবার দুর্বার আকুতি,,
খুব বেশি ভালোবাসা ছিলো নাতো!!
কিছুটা ধুলি মাখা, একটু শেওলা ধরা
ভালোলাগার ছোঁয়ায় উজ্জ্বল হতে চাওয়া
মণিমুক্তা সম মুহূর্ত গুলো, সেতো স্মৃতি না।
হাজারো মুখের ভিড়ে শুধু একটি মুখকেই
বারবার খুঁজে ফেরা,,
ভালোবাসা ছিলো কি ছিলো না??//
শিউলি,গোলাপের সুবাসে বিভোর হয়ে
মন বাগানে বসে যখন ভাবতে চাই,
তখনই এক ঝলক উত্তরের হাওয়া
সব যেনো এলোমেলো করে দিয়ে যায়।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ