এখন অনেক রাত

সাবিনা ইয়াসমিন ১৮ আগস্ট ২০২১, বুধবার, ০২:০৯:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

আমি ভালো আছি ভালো থাকার মতো, যেভাবে ভালো থাকলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়, ঠিক তেমন ভালো।
অথচ আমায় ভালো না রাখতে কত-ইনা আয়োজন চলে প্রকৃতির রঙে-ঢঙে!

এখন অনেক রাত
আমার জানালার কোনে এখনো চাঁদ আলো ছড়ায় কখনো আধা-কখনো ভরা পুর্ণিমায়, কখনো আবার অভিমানে ছুড়ে দেয় ঘোর অমাবস্যা/
প্রবল অন্ধকার ছুঁয়ে দিতে চায় নির্ঘুম দু'চোখের তারা!

তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ,

বলিহারি মেঘনাদ সফেদ মেঘের মন বোঝেনা,
প্রচ্ছন্ন বৃষ্টি-বাণে বিদ্ধ করে হিয়া,
না-বোঝা প্রহসনে কি আসে-যায় নিরুত্তাপ হিয়ায়!

অ-কবিতা
ছবি-আমার।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ