------- এক দিনের বাঙ্গালী তুমি আবার এক দিনের মুসলমান ------

ধর্মের অনুশাসন মানি না কিন্তু ধর্মের জাত ভুলতে নারাজ ঠিক তেমনি বাঙ্গালী ষোলো আনা নিজের মাঝে নেই অথচ বিশেষ দিনে ৩২ পাটি দাঁত বের করে ঠিকই
বলে বেড়াই আরে আমি তো বাঙ্গালী!
আমরা বাঙ্গালী জাতির মধ্যে মুসলমান জাতিরা আবার দুই ভাগে ভাগ হই যেমন এক দিনের বাঙ্গালী জাতি আবার এক দিনের মুসলমান জাতি !
ভণ্ডামি আমাদের রগে রগে শয়তানি আমাদের শিরায় শিরায় এতো সহজে কি এই ভূত আমাদের ছারে যদি আমরা তাকে ঝাঁটা পিটায় না দৌড়াই ,
আর আমরা তাকে দৌড়াবো কেন সেই তো আমাদের ফেইক বা ভুল থাকার উৎস দাঁতা ।
সারা বছর হাম আপকে হেয় কোণ!,থারতি তুম মাতা হ !কিরন মালা প্রেম কাহিনি!মা নামের নাটকে পিরিত পিরিত গেম খেলা !জলসায় চলে অঙ্গ নাচন!
এক কথায় সিরিয়ালের প্যাঁচ এর বন্ধন এর নেশায় মাতাল হইয়ে পরে থাকা।
আর যখন আসতে থাকে নববর্ষের দিনের আগমন তখন শুরু হয়, আমি বাঙ্গালী আমি বাঙ্গালী নামক প্রতিযোগিতা নাটক,ফিলি +ইম=যাত্রাপালা, যা শেষ হয় নববর্ষের পরের দিন ।
আর এক দিনের মুসলামান হওয়া হল সবে বরাত সেই মহান একটি রাত যার রীতিনীতি শুরু হয় রাতের এশার নামাজ দিয়ে আর শেষ হয় ফজরের নামাজ না পরেই ঘুমিয়ে পরাতে !
অবশ্য ওই দুই দিনে লাভ হয় দুই প্রকৃতির মানুষের এক সুযোগ সন্ধানী বেবসায়িদের
আর অন্য দিকে নষ্ট চরিত্র পুরুষ নাম নিয়ে মানব মুখোশধারী জানোয়ারদের !
ডেটিং সেটিং এর নামে চলে যৌবন রসের অভিসার।
আবার সেই জানোয়ার গুলো ই আতর এর সেন্ট বা পারফিউম দিয়ে এবং সাথে থাকে চোখে কাজল এর বন্যা! থিংক অফ কুল্লে হারমি!
আর কত কাল এভাবে চলবে আমাদের চলার পথ, কখন কি ভালো হওয়ার ইচ্ছা আমাদের মাঝে খুশি হয়ে আসতে পারবে না ?
আজকের ভবিষ্যৎ সচেতনতা আগামী দিনের সুখি সমাজ,আপনি হয়তো বলবেন এখন কি আর আগের দিন আছে লুকোচুরি প্রেম আর দেবদাস কিংবা রবিন্দ্র,নজরুল এর প্রেম গল্প ,কবিতার, জগত!
তাহলে আমি বলব পরিবর্তন মানুষের গোলাম মানুষ তার না !
ভাষা কে ভালবাসা মানে দেশ কে ভালোবাসা আর দেশকে কে ভালোবাসা মানে দেশের সম্মান কে ভালবাসা এবং সেই সম্মান তখন ই ঠিক থাকে যখন আমরা ভালো মানুস থাকার চেষ্টা করি !
এছাড়া ঈদ বা রোজা ইত্যাদি সময়ে এক দিনের মুসলিম হওয়া অনেক টা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে !
সেই সব মানুষের কাছে যারা নিজেদের ভুল রেখে তার আগামীর সম্পদ কে ভুলের রাজকুমার বা রাজকন্যা হিসাবে গড়ে তোলার আরালে রাখা ইচ্ছা পোষণ করে।
খারাপ বা ভালো হওয়ার জন্য একমাত্র আমাদের মানসিক ইচ্ছাই যথেষ্ট !
সচেতনতা ই পারে আমাদের পরিবার+সমাজ+নগর = দেশ কে ভণ্ডামি থেকে মুক্তি দিতে !

আমরা এক দিনের বাঙ্গালী ও এক দিনের মুসলিম হতে চাই না !
কুলসিত মন পাপের রাজ্য চেষ্টায় যদি থাকে আমার তার স্রাধ,
তবে কি আর সে করতে পারে তার কার্জ !

একটি সচেতন বার্তায় ------------ সকাল সপ্ন ---!

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ