এক জোড়া একান্ত কথন //

বন্যা লিপি ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ০১:৪২:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

পরিত্যাক্ত......//

চেতনার ভেতরে উঁকি দিয়ে দেখি নিজেরই অবক্ষয়ের চিত্র!

নির্বাসনের আগেও এমন করে ছিলাম না পরিত্যাক্ত। পরিনতির আগাম কোনো পুর্বাভাসের বিজ্ঞপ্তির ওয়াকিবহাল হওয়া যায়নি; হলে ভালো হতো ঢের! ভালো হতো উদ্ভূত কারনের ব্যাকরনে পটু হতে।অগোছালো লাইনগুলো কঠিন ইস্পাতের বুকে বসিয়ে দেয়া যেত ভঙ্গুর হতে রক্ষা  পেতে। সাহজিক ব্যাখ্যায় প্রতিশব্দের বড্ড আকাল। নইলে...... হতে পারতাম ধ্বংসের প্রত্যক্ষ সাক্ষী.......

জেনে গেলাম তবু সেই বা কম কী?

যতই ভিড়িয়েছি তরী ভেতর বন্দরে নোঙড়! ততই বেড়েছে অজানা দিকের কোলাহল! সেও বড় প্রয়োজনীয় ছিলো।

 

 

ঠিক পৌঁছে যাব//

কখনো ভীড় ঠেলে বেরোতে পারলে! ঠিকঠাক পৌঁছে যাব পাহাড়ের কাছে।

বলে দেব নালিশের সবটুকু তালিকা।

বিস্ময়ের ঠোঁট সেদিনও কি থাকবে চুপ?

বিস্মৃতির অতলে ডুব দিয়ে ফিরে এসে দেখো! এখনো ফুরায়নি ফুলদানীটার গোলাপের গন্ধ।হেমন্তের শেষদ্বারে দেখা ওয়া ফিঙে পাখির পালকের তলায় জমা থাকা কিছু উষ্ণতা লুকানো ছিলো।খুঁজে পেতে এখানেই রাখা হলো নির্বাচনী স্থান ভেবে। দুপুরটা গড়িয়ে যেইনা পা পড়লো ঢলে-পড়া বিকেলের দুয়ারে! প্রাপ্তবয়স্কা  রোদের  ঝিলিক উথলে এলো চারদেয়ালের জানালার শার্শিতে।

ঠিকরে পড়া ঝিলিক নাচছে ভীষণ; বাগান বিলাসী অপরাজিতার পাতা ছুঁয়ে  আছে নিরবধি প্রচ্ছন্ন ইচ্চায়।

মৌণতার পাহাড়ে  প্রতীক্ষার পেন্ডুলাম বেজেই যাচ্ছে ক্লান্তিহীন........

 

ছবিঃ ছোটভাই শফিউল ইসলাম সৈকত।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ