একুশের কান্না

রুম্পা রুমানা ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৬:০০:৫৭অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বুলেটের চেয়ে অধিক শক্তিশালী-
"রাষ্ট্র ভাষা বাংলা চাই" বুলি।
নয়তো বুলেট ছুটবে কেন ?
বিঁধবে কেন ক্রোধে ?
প্রতিবাদী কণ্ঠস্বর রোধে?
প্রাণের দাবি রুখবে সাধ্য কার?
হৃদয় জুড়ে তুমুল হাহাকার।
উর্দু হবে রাষ্ট্র ভাষা
মানি না ,মানবো না
হাতে প্লেকার্ড মুখে স্লোগান
বুকে ক্ষত-যন্ত্রণা।
রাজপথ যায় ভেসে যায় রক্তে
একশো চুয়াল্লিশ ভেঙে ফেলার ওয়াক্তে।
লুটিয়ে গেলো লুটিয়ে গেলো
তরুণ-তাজা প্রাণ
ভাষার দাবি মুখে তোলে
আগুন ঝরা গান।
ফাল্গুন আজ মেখেছে রক্তলাল
পলাশ-শিমুল রক্তরাঙা ডাল।
প্রভাত ফেরী ঢেউ তুলেছে
বিরহের মূর্ছনা
দোলে উঠছে বুকের ভেতর
একুশের কান্না।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ