একদিন ই এসে ফিরে যাও জন্মদিন

উর্বশী ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৪:১৪:৫৮পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

শুভ জন্মদিন, শুভ জন্মদিন খুব আওয়াজ শোনা যায়,
সবাই মিলে অতি যত্নে কেক কেটে খাওয়াতে চায়।
কিন্তু প্রিয় জন্মদিন তুমি কেমন ছিলে বা কেমন আছো?
তিনশত পয়ষট্টি দিন পরেই বা কেন ফিরে আসো?
প্রতিদিন কেন ফিরে আসো না তুমি?
রঙবাহারে ভরে যেত পাহাড় সমান এই ভূমি।
বিরলতম বিরতির পরে হঠাৎ আসো একদিন,
এসেই তুমি যাও যে চলে করে কিছু ঋণ।
তুমি এলেই আসে স্বজন, আরও খোঁজে অনেক বন্ধুজন,
প্রকৃতির মাঝেও প্রশ্ন থাকে পাখ- পাখালির টানা গুঞ্জন।
অপেক্ষায় থেকে বলছি এবার যখনই আসো যেতে দেবনা আর,
বলবে নাকো কথা ফিরে যাবার তাহলেই তোমার হবে বিচার।
হরহামেশাই রবে একান্তই আমার এটা কেন তুমি বুঝনা,
তুমি যে শুধু যার জন্মদিন তারই থাকো অন্য কারো না।
যাপিত জীবনে চলছে দুর্দিন,
ধরাশায়ী করছে কোভিড নাইটিন,
প্রকৃতির লীলাময়ে তবু ফিরে আসে জন্মদিন,
শংকাতেই কাটে বেলা হয়তো শীঘ্রই ফিরবে সুদিন।
অপেক্ষাতে সবাই রয় কখন যে আসবে সেই প্রভাত,
না বলা কথার মাঝে জীবন চলা পাড়ি দিচ্ছে দিনরাত।
জীবন থেকে হতাশ ফিরে যাক সবার,
ঘুরে দাঁড়াবে একসাথে সবাই আবার,
ফিরে আসুক সুখ ফাগুনে,
মুছে যাক সব কষ্টের আগুনে,
ভরবে আবার এই ভূমি অমর হোক সবার কর্মগুনে,
এই ধরাতে পাবে সবাই স্রষ্ঠার দয়ায় মুক্তির পরিত্রাণে।
মাঠে ঘাটে ফলবে আবার নানারকম শষ্যদানা,
ফুলে ফলে উঠবে ভরে মনোরমা বাগান খানা।
ফিরে আসুক সুখ পাখিরা হোক সবই রঙিন,
প্রতিদিনই চাইবো ফিরে আসুক শুভ জন্মদিন।
হঠাৎ একদিন শুনতে পাবে আমার কিছু না বলা কথা,
প্রকৃতির এই মায়া ছেড়ে চলে গেছে নিয়ে কিছু ব্যাথা।
কারো সাথেই ছিলনা তার ঝগড়া- বিবাদ কিছুই,
শত ঝামেলায় ফুটে থাকতো মিষ্টি হাসি শুধুই।
কারো কাছেই ছিলনা কোনো অভিযোগের ত্রুটি,
উপকারের মন নিয়ে বিশ্বাসে বাড়িয়ে দিত হাতটি।
এমনি করে হঠাৎ নেই যে কোনো খোঁজ,
সাদা মনের হাসি মুখটিকে দেখছেনা আর রোজ।
হয়তো কখনও অপেক্ষাতে অস্থির হয়ে সবাই রবে,
সাদা মনের হাসি খুশির মানুষ ছিল মুখে মুখে বলবে।
যত কিছু ছিল আমার দয়ার সাগর স্রষ্টার ই সব,
নিশ্চিহ্ন হয়ে গেলে আমার থাকবে না আর কলোরব।
বিশ্বাসের হাত বাড়িয়ে দিলাম কাজ ফুরালে তারাই গেল ভুলে,
হয়তো অসৎ পবণের ছোঁয়া লেগেছে খুশি নিল তাই তুলে।
ভেবে দেখলাম স্রষ্টা ছাড়া সবাই স্বার্থপর বিবেক- বোধহীন,
ভুলেই যাচ্ছি স্রষ্টার কাছে সবাই করেছি কত ঋণ।

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ