হ্যাঁ, আমি বাংলাদেশী করোনা বলছি। আজ তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো।

আমাকে পাঠানো হয়েছে তোমাদের হাত ধরেই। আমি আসতে চাইনি তোমাদের মাঝে, তোমরাই আমাকে এনেছ। কে আমাকে তোমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে তা আমি জানি না, জানতেও চাইবো না কোনদিন। শুধু এটুকু বলতে পারি এদেশে আসার আগে আমি যদি জানতে পারতাম এটা চোরের দেশ তাইলে বিশ্বাস কর, আমি আমার রূপ বদলে আসতাম। যেহেতু আমি ভাইরাস আর আমারও বাঁচতে হবে তাই সংক্রমনের জন্য আমি সেই সব শরীর বেছে নিতাম যারা দূর্ণীতিগ্রস্থ, চোর বাটপার তাদের। একজন খুনি খুন করতে পারে একজন, দুজন, পাঁচজন, দশজনকে!!! কিন্তু দূর্ণীতি গ্রস্থরা একটা জাতি, একটা দেশকে মেরে ফেলতে পারে। তোমাদের হয়ে আমি ওদের মেরে এই ভাল কাজটুকু করতাম। আমি আসার পর দেখলাম এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্ণীতি। খুব কস্ট হলো দেখে। আমার খুব বড় শিক্ষা হয়ে গেছে তোমাদের দেখে। তাই আমি শপথ নিলাম এই যাত্রায় আমি এবং আমার সম্প্রদায় যদি বিলীন হয়েও যাই, আমি ঠিকই আবার ফিরে আসবো নতুন বেশে, এই দেশে। সংক্রামিত হবো সেই সকল শরীরে যারা যে কোন প্রকার দূর্ণীতির সাথে জড়িত। এ দেশকে সৎ ও ভালো মানুষের বাসযোগ্য করে তোলাই থাকবে আমার মূল লক্ষ্য। তবে সেটা তখনই সম্ভব হবে যদি আমার আসার আগে দেশটা যদি না মরে।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ