এই পথ যদি আর শেষ না হয়

হালিমা আক্তার ১৪ জুন ২০২২, মঙ্গলবার, ১২:১৫:১২পূর্বাহ্ন অন্যান্য ১৪ মন্তব্য

 

গন্তব্য এক
চলার পথ না হয় হলো ভিন্ন
কোন কালে দুজনার দেখা প্রিয়
তখন গাইবে-- এ দেখাই শেষ দেখা নয়তো।

ভিন্ন পথের যাত্রী যখন
চলেছো হাজার মাইল একসাথে
একসময় দুজনেই যাবে দুজনাকে ছেড়ে।
তখন গাইবে--
আজ দুজনের দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে।

কোন এক মেঘলা রাতে
পিছনে ফেলে অতীত গন্তব্য
সোনালী ভোরের আশায়
চৌকাঠ পেরিয়ে রাজপথ ছুঁয়ে গেল পদযুগল।
নির্জনে বসে ভাবি একাকী
আমার বলার কিছু ছিল না , চেয়ে চেয়ে দেখলাম।

শুনিতে ইচ্ছে করে
একবার বলো না
আবার আসিব ফিরে, তোমার মন মন্দিরে
সন্ধ্যার গোধূলি বেলায়
যদি আসো ফিরে, আমরা গাইবো- এই পথ যদি আর শেষ না হতো

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ