এই তো, শেষ তো

কামরুল ইসলাম ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ০৮:৪৭:০৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

ঝরা শিউলীর মতো পড়ে আছি

হাজারো স্বপ্নের ভীড়ে

পূঁজার অর্ঘে পাইনি ঠাঁই

সন্ধ্যা আরতিতে নীড়ে ।

হাজার রাতের গল্প ফুরায়

এক নিমিষের মানে

নিঃসঙ্গতার চার দেয়াল

মেতে উঠে বিরহী গানে ।

রাত জাগি তারা গুনে

শিউলী কুড়াই কুয়াশা মাখি

প্রতি দিনের কর্ম ব্যস্ততায়

বুক ভরে স্মৃতি আঁকি  ।

দিন ফুরায় রজনী পোহায়

তবু যেন বাকী সব

মনের অগোচরে জাগে মন

প্রত্যাশার নিরব উৎসব ।

বৃথাই বহন করি জীবনের ভার

হয় তো,  নয় তো

সময়ের কোলে ঘুমাবে সময়

এই তো,  শেষ তো   ।

 

রচনা ঃ ১১/১২/২০২১

ঢাকা

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ