উপলব্ধি

দালান জাহান ১৪ জুন ২০১৯, শুক্রবার, ০১:২৪:০৪পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

উপলব্ধি
দালান জাহান

কেমন করে ডাকব তারে প্রাণ গিয়েছে চলে
দুঃখ সুখের হাজার কথা কাঁদে হৃদয় তলে
ভালোবাসার সবুজ বাতি ভাসে নয়ন জলে
হাতের আমে হাত ভরে যা কি নিদারুণ ছলে।
বুক কাঁপানো বুকের ব্যথা বুকেই গেল রয়ে
জনম ভরে কেঁদে গেলাম বলির পাঠা হয়ে।

বলব কারে আপন ক্ষত তেমন কেহ আছে
এখন শুধু নিজের কথা বলি নিজের কাছে
তবুও বলি সোনার মেয়ে একটি কথা শোন
আমায় ভুলে ভুল করেছ পাপ করনি কোন।

দালান জাহান
25/5/19
সখিপুর।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ