উচ্চ শিক্ষা

সঞ্জয় মালাকার ২ নভেম্বর ২০১৯, শনিবার, ০১:৫৬:৩২অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

উচ্চ শিক্ষা।

তোমার আছে উচ্চ শিক্ষা
আমি গায়ের চাষা,
তুমি হলে বড়বাবু
আমি সবুজ লাতা!
তোমার আছে উঁচু দালান
উচ্চ শিক্ষার আলো,
আমার কাছে চাষের জমি
সবচাইতেই ভালো!
বাবু-এই সবুজ গায়েই জন্মেছিলেন
জন্মেছিলাম আমি,
চাষ না করলে খাবো কি
বলো তো দেখি তুমি!
বাবু তোমার আছে উচ্চ পদের চাকরি
আমার আছে লাঙ্গল ফলা অটাল আবাদ জমি,
বাবু দুইয়ের ঘরে থমকে দাঁড়ায় জীবন
আলোক সজ্জা পাবার আগে স্বপ্ন বিচরণ!
বাবু তুমি অনেক নামি-দামি
একের ঘরে আটকে পরা একমাত্র আমি,
বাবু এই জনমে সহস্র চাওয়া শত চাওয়ার ঘর
অপূর্ণ সবুজ বাংলা স্বাধীনতার ঘর।
বাবু সুদে ঘুষে উচ্চশিক্ষা আয়ের বড়ো সঙ্কট
শিশু শিক্ষা পাঠশালাতে নেশায় স্বচ্ছল,
বাবু নামি দামি স্কুল কলেজ শিক্ষার বড় অভাব
স্বভাব দেখছি টাকার পিছু মেটায় সকল অভাব!
বাবু শিক্ষা দীক্ষায় নতুন ঋতু পরিবর্তন আঁধার
আলোর ধারে শিক্ষা শিশু বন্দী প্রতি পাড়ায়,
বাবু নতুন নতুন শিক্ষা কেন্দ্র উঠছে নতুন শিশু
জন্মালেই গুনতে হবে সুদ একটু বেশি!
বাবু তোমার আছে উচ্চ শিক্ষা
আমি গাঁয়ের চাষা,
বাবু চেয়ে দেখো সবুজ গাঁয়ে কেমন করে হাসে
দুইয়ের ঘরে বন্দী আমি রঙিন দালান ভাসে।

বাবু আমার পাড়া দুইয়ের ঘরে স্বপ্ন গুলো হারায়
আমার মতো আমি আছি চাকরি পাবার আশায়।

উচ্চ পদের চাকরি,

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ