ঈশ্বরের নীতি

কামরুল ইসলাম ২ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৮:৪৪:০৭অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

ঈশ্বরকে বললাম,  বর দাও,

ঈশ্বর অবলীলায় বর দিলেন,

ঘর তো দিলেন না  ।

ঈশরকে বললাম,  সফলতা  দাও ,

ঈশ্বর তাও দিলেন দ্বারপ্রান্তে

কিন্তু অবস্থান তো দিলেন না ।

ঈশ্বর কে বললাম, মান দাও ,

পরিমাপের পরিসরে মান দিলেন ঈশ্বর

ফিরে যাওয়ার টান দিলেন না ।

ঈশ্বরকে বললাম,  একাকীত্বের মনোবল দাও ,

লোকালয়ে জনশূণ্য করে দিলেন ঈশ্বর

পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন না ।

ঈশ্বরকে বললাম,  প্রেম দাও

হিংসা বিদ্বেষ বিলুপ্ত করে দিলেন ঈশ্বর

নিজের বলে কিছু থাকলো না  ।

ঈশ্বরকে বললাম,  প্রকৃত মন দাও

এবার বুঝলাম,  বিরক্তই হলেন ঈশ্বর

সব ধন কেড়ে নিলেন  তিনি  ।

 

চাওয়া পাওয়ার দরবারে, ঈশ্বরের নীতি

ধন দিলে, মন দেয় না,

মন দিলে,  ধন দেয় না ।

 

রচনা কাল ঃ ০২/১২/২০২০

ঢাকা

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ