ঈগল ডানা//

বন্যা লিপি ১৫ জুন ২০১৯, শনিবার, ১১:৪০:১৪অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

অনুভূতির কাছে নতজানু হই
হই অপারগ,
হই বিভেদের বলী।
তবু হেঁটে চলি সবুজের খোঁজে।
সুরের কাছে ভিখিরর মতো কাঙালিনী হই!!
তবু, সুরেই বাঁধি -জীবনের অগোছালো  ছবি।
নিরন্তর ক্লান্ত থাকি যজ্ঞের তাপে
তবু, অবিরাম ঘোড়সওয়ারী হই
তেপান্তরের মাঠ পাড়ি দিতে।

অন্ধত্ব বয়ে বয়ে চলি নিরবধি
নক্ষত্রের দিশা পেতে,
তবু, পথ খুঁজি অগুনীত বাঁকের খোঁজে।
অমিমাংশিত গল্পেরা কেবলই ঘিরে থাকে
আপন চিলেকোঠা!!
নগর রোদ্দুরে ঈগলের ডানা ছায়া
ফ্যালে, তপ্তরোদে পিচ ঢালা পথে........ ||

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ