ইস্যু ফেরিওয়ালা

মনির হোসেন মমি ১১ আগস্ট ২০২১, বুধবার, ০৯:৪৫:০৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

গায়ে আমার সীলমারা ভাই ক্ষমতাসীন-
যখন যে দল,
ইস্যু আমার ভাইব্রাদার আত্মীয় স্বজন,
একটা ইস্যু শেষ না হতেই ভাই
আরেকটা রেডি করি,
ইস্যুর চাপায় চেপে আমি জনতাকে করি কৌতুহলী।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

করোনার ইস্যু রেখে এখন
লাল নীলপরীকে ধরছি,
বাজার এখন বেশ ভাল ভাই
ভাসুরগুলোরে; বাচিয়ে দিয়ে
সালা সম্মন্ধিগুলারে ধরছি।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

কত ইস্যু গেলো পড়ে নতুন ইস্যুর ক্ষোভে
নতুন ইস্যু এলে পরে ব্যাবসা; আমার তুঙ্গে,
কানায় বলে দেখতে চাই-
বোবায় বলে বলতে চাই,
এ দেশটাতে আগাগোড়া; সবাই এখন,
বিজ্ঞ রাজনিতীবিদ ভাই।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

কতশত বিচার ভাণ্ডার আছে পড়ে মুখ থুবরে
নতুন ইস্যুর বিচার লইয়া জনতার লড়াই;
প্রশাসনের দৌড়ঝাপ আছে যেখানে বাপ,
অসহায়দের বিচার চাওয়া যেন আজন্ম পাপ।
ইস্যু নিবেন ভাই ইস্যু
আমি ইস্যু বেচে খাই
ইস্যু নিবেননি ভাই ইস্যু
আমি ইস্যু বেচে সংসারটা;বাচাই।

ছবিঃনেট

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ