ইনবক্স…

দিলরুবা মুন ১১ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০১:২৮:১২পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

Wednesday
Dilruba Möön Hosen
12/4, 12:46am
আমার ওয়ালে এসে নটিফিকেশান অফ করে দাও
তাহলে আশা করি কিছু আর চোখে পড়বে না
বেশি প্রবলেম হলে আনফ্রেন্ড বা ব্লক করে দিও
i ll never mind

Sreeman Barua
12/4, 1:31am
বন্ধ করতে হয়- তুমি কর, আমার এখনো ঐ একই কথা। মাস্টার্স পাশ করেছো, এবার মায়ের ভাবনা কমাও, যে ভাবনার কথা তুমি অ-নে-ক দিন থেকে জানো-
সেটা দূর করার ব্যাপারে তুমি এত দেরী করছ কেন?

Dilruba Möön Hosen
12/4, 1:32am
i don care about her
সে নিজেকে নিয়ে ভাবার সময় তো আমাকে নিয়ে ভাবেনি?
so y me?
i don care to any one
my life my choice
নষ্ট করলে আমার জীবন আমি করব
thats final

Sreeman Barua
12/4, 1:35am
তাহলে আমাকে যেটা বললে সেটা ফাইনালিই মা-কে বলে দাও...
বাকী জীবন তাকে কোন আশায় রেখোনা।

Dilruba Möön Hosen
12/4, 1:36am
তাকে নতুন করে জানানোর তো কিছু নেই
সে জানেনা এমন তো না

Monday
Sreeman Barua
12/9, 5:24am
একটা প্রশ্ন আমার মনে এসেছে... তুমি তোমার মায়ের জন্য কোন শ্রদ্ধা রাখ না- অনেক দিন ধরেই, তিনি কি চান তা বোঝার এতটুকু ইচ্ছা তোমার নেই- অনেক দিন ধরেই। তাহলে কি শুধু টাকার জন্য তুমি তাঁর সঙ্গে জেনেশুনে প্রতারণা করে আসছ? তারটা খেয়েই ত বড় হয়ে উঠেছ, প্রাইভেট ইউনি-তে পড়েছ, তার সঙ্গে দিনের পর দিন হেসেছ-থেকেছ! নিজের ভবিষ্যৎ চিন্তা ছেড়ে ওই মা তাঁর প্রভিডেন্ট ফান্ডের টাকা পর্যন্ত তুলে ফেলেছেন তোমার পড়ার খরচ চালাতে! আর কিছু না পার একটা চাকরী ধরে তাঁকে ত এখন ভারমুক্ত করতে পার!

আর তোমার জন্ম, তোমার মায়ের সংসার, বিয়ে- ইত্যাদি নিয়ে আমরা জদ্দুর জানি তাতে তোমার বাবার উস্কানি-ই বেশী ছিল। বিভিন্ন ভাবে তোমার বাবা'র উত্যক্ত করাতেই তোমার মা এই বিয়েতে বাধ্য হন। বড়ুয়া সমাজের মেয়েরা- বিশেষতঃ তোমার মায়ের বংশের মেয়েরা কখনই উশৃংখল ছিল না- এখনও নেই। মা-কে কোন দোষ দেবার আগে বিষয়টা খতিয়ে দেখবে আশা করি। তোমার মা তোমার বাবার সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পরও এত বছর ধরে তোমার বাবা যে বাসায় থাকে সেটার কিস্তি টেনেছেন- যেটা শেষ হয়েছে মাত্র গত বছর। তোমার মা-কে দুর্বল পেয়ে তাঁর দিকে আঙ্গুল তুলতে তুমি মেয়ে হয়েও কুণ্ঠাবোধ কর না- তোমার বাবা'র দিলে সে আঙ্গুল তারও বেশী ওঠে না কেন?
বিয়ে না কর- একটা চাকরী ধরে মা-কে মুক্তি দাও, শান্তি দাও। তিনি একা একটা মেয়ে চাকরী নিয়ে সেই ১৮-১৯ বছর বয়স থেকে লক্ষ্মীপুর পাড়ি দিয়েছিলেন- নানান ঝড়-ঝঞ্ঝায়ও তোমার থেকে মুখ ফেরান নি। এত বড় অন্যায় কোরোনা।

Today
Dilruba Möön Hosen
8:12am
//নানান ঝড়-ঝঞ্ঝায়ও তোমার থেকে মুখ ফেরান নি// এটা বলবেন না প্লিজ...
২ বছর আমার বাপ আমাকে নিয়ে তার পেছন পেছন ঘুরেছে... একটা মা যদি তার সন্তান কে সামনে দেখেও তাকে ফেলে পালাতে পারে... হুম... এটাই সত্যি... এক বার না, বহুবার মুখ ফিরিয়ে নিয়েছেন!!!!!
//শুধু টাকার জন্য তুমি তাঁর সঙ্গে জেনেশুনে প্রতারণা করে আসছ//
তার টাকায় আমার কোন আকর্ষণ ছিল না, করার মত চাকরি পাচ্ছিনা বলেই নিচ্ছি, তার টাকায় চলতে আমার কতটা ঘেন্না হয় তাকে জিজ্ঞেস করে নিও...
কে বলেছে আমাকে প্রাইভেটে পড়াতে? আমি তো চাইনি...
১০ বছর, ১০ বছর যেই মা তার সন্তান থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে, তাকে তুমি মা বলবে?
ছিঃ

Dilruba Möön Hosen
8:14am
দাদা, জাননা বলেই হয়ত এভাবে বললে, কিন্তু কি জানো?
আমি তার সাথে সেই ব্যবহারটাই ফিরিয়ে দেবো, যার থেকে যা পেয়েছি...
আট-টা বছর সৎ মায়ের কি অসহ্য যন্ত্রণা সয়েছি সেটা তুমি জাননা
জাননা কত আকুলতা ভরা চিঠি পাঠিয়েছি
একটা বার এসে দেখে যাওয়ারও প্রয়োজন মনে করেনি...
তার বাড়ির অংশীদার হতেও চাইনি
সে ভালবেসে তার প্রাক্তন বরকে সব লিখে দিল, আমার কোন আফসোস ছিল না
শুধু আফসোস ছি্‌ একবার আমার কথা ভেবে তার নিজের নামে রাখলে, আমাকে সৎ মায়ের যন্ত্রণায় অতিষ্ট হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হতো না।
যে জীবন তুমি দেখনি, সে জীবনের প্রতি এতো সহজে আঙ্গুল তুলো না
তার টাকা আমি ফিরিয়ে দেবো কসম খেয়েই হাতে নিচ্ছি
তবু ফকিরের মত এই হাত পেতে নেয়ায় আমার কতটা ঘেন্না হয়, কষ্ট হয়, তুমি জানবেনা বুঝবেও না
খুব সহজে অন্যকে আঙ্গুল তুলে বলা যায় দাদা,
একবার আমার জীবন-টা পার করে দেখো...
নিজের প্রতি কতটা ঘেন্না নিয়ে বেচে আছি

শোন দাদা, আমার মায়ের সাথে আমার দেখা হয় ২০০৭ এ,
তার কাছাকাছি ছিলাম খুব ছোট বেলায়, সে সময় সংসারে তার অনিহা ছিল, তাই সংসারের এই বাড়তি উচ্ছিষ্টকে কারনে অকারনে মার খেতে হতো... কিছুই ভুলিনি...
তার দ্বিতীয় বরের আনাগোনাও আমার চোখের সাম্নেই ঘটেছে...
আমার চোখের দেখা যদি ভুল না হয়, তখন সে আমার বাবার সংসারে ছিল...
আচ্ছা বুঝলাম আমার বাবা তাকে জোর করেই বিয়ে করেছে, কিন্তু পুরো জেলার মানুষের নাকের ডগায় ঘুরে ঘুরে প্রেম যে করেছিল, সেটাও কি জোর করে ছিল???
আমি খারাপ, আমার বাপ খারাপ... বুঝলাম, কিন্তু পুরো এলাকার এত্তগুলো মানুষ কি খারাপ?

আরেকটা প্রশ্ন তোমার মনে আসতে পারে...
উত্তর আগেই দিয়ে দিচ্ছি,
আমাকে দ্বিতীয় বার চাঁদপুর নিয়ে যাওয়ার একটা কারন ছিল, পরের বিয়েতে কোন সন্তান না থাকায় সবাই তাকে বন্ধ্যা বলত, বিশ্বাস না হয় চাদপুরে এসে কাউকে জিগ্যেস করে যাও...

তোমার মাসির সাথে তোমার রক্তের টান আছে বুঝি, তাই খারাপ লাগাটা অমুলক না...
কিন্তু আমার সাথে তো নাড়ীর সম্পর্ক, একবারও জানতে ইচ্ছে হয়না, এই সম্পর্কে বিষ কি করে আসতে পারে???
আমি খারাপ আমি জানি, কিন্তু আমার বাপকে খারাপ বলো না...
সে মায়ের দ্বিতীয় বিয়ের খবর জানার পরেও তার ফিরে আসার জন্য অপেক্ষায় ছিল,
তার কান্নার শব্দগুলো আমি এখনো শুনতে পাই...
তোমার মাসিকে জিগ্যেস করে দেখো, আমার বোকা অধম বাপ এখনো তার খোঁজ রাখে কিনা!
আমি তার কলিজার টুকরা , তবু আমাকে ফোন না করে তোমার মাসিকে ফোন করে,
তুমি বোঝো?
বাবাকে দ্বিতীয় বিয়ে করতে আমি বাধ্য করেছিলাম, আমি...
তোমাকে আরও একটা কথা বলি, আমি বাবার কাছ থেকে চলে আসার একটাই কারন, আমার আর আমার সৎ মায়ের adjust করতে না পারাটা তাকে কষ্ট দিত, আমার ভালো না থাকাটা তাকে কষ্ট দিত...
এখন আমি দূরে এসে ভালো আছি...
...
আমি জানি আমি অনেক খারাপ, কিন্তু দাদা, খারাপ হয়ে কেউ জন্মায় না...
ভালো থেকো

Today
Sreeman Barua
12:00pm
সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু কর না... তুমি চাইলেই পার। ওদের জীবন ওরা কাটিয়েছে, ওদের কালোতে তুমি তোমার জীবন কালো কোরোনা। তুমি কেবল সামনের দিকে তাকাও। মন থেকে ছেড়ে দিলেই সুখী হওয়া যায়, নইলে নয়।

>>>Conversation End<<<

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে
  • দিলরুবা মুন-এর শপথ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ