ইঁচড়ে পাকা

এমডি. মাহবুবুল আলম ৯ এপ্রিল ২০১৪, বুধবার, ০৬:০৬:৩৪অপরাহ্ন বিবিধ ২ মন্তব্য

মাহবুবুল আলম

ইঁচড়ে পাকা

বয়স তখন কতই আমার, বারো কি বা তেরো
মনটাও যে উড়োউড়ো এগারো-বেগারো।

আজকে ওকে লাগলে ভালো, কালকে লাগে ওকে
উড়নচন্ডি চঞ্চল মন পুড়তো ধুকেপোকে।

বকুলকে যেই ভালোবেসে, গেলাম শিউলী তলায়
সামনে এসে দাঁড়ায় বেলী ফেলে পরীক্ষায়।

কা’কে আর বাসবো ভাল, ভাবনা সারাবেলা
সুন্দরী কামিনীর সাথে, জমলো শেষে খেলা।

সে আমাকে নাড়ায় ভীষণ, অন্তরে বাহিরে
ভালোবাসার সুখের ডিঙ্গা চললো ধীরে ধীরে।

ক’দিন কাটলো এভাবেই, ভর্তি হলাম এইটে
কামিনীর ভাই লাগায় তালা, তাদের বাড়ির গেইটে।

তবুও আমি বসছি গিয়ে এডালে-ওডালে
মাতাল হাওয়া লাগছে ভীষণ প্রেম-প্রণয়ের পালে।

বাবার হাতে ধরা পড়ে, খেলাম ভীষণ মার
চোখে দেখি সর্ষেফুল দেখি অন্ধকার।

সেদিন থেকে ছাড়লেও প্রেম; স্মৃতির জানালায়
মাঝে মাঝে সেই প্রেমেরা উঁকি দিয়ে যায়।

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ