ভাই-বন্ধুসহ সকল পুরুষগণ,
করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনে প্রায় সকলেই আপনারা এখন ঘরবন্দী। এ পরিস্থিতিতে বাড়িতে গৃহ পরিচালনায় খুব স্বাভাবিকভাবেই একটা বাড়তি চাপ পড়েছে। তার উপর যদি আবার নিরাপত্তার প্রয়োজনে গৃহপরিচারিকাকে ছুটি দেয়া হয়ে থাকে, তবে তো কথাই নেই। এ প্রেক্ষাপটে ঘরের প্রতিটা কাজ পরিবারের নারী সদস্যের পক্ষে একহাতে করা ভীষণ কষ্টকর। বিবেচনা করে দেখুন (বিবেচনা বলেছি এজন্য, ট্র‍্যাডিশন অনুযায়ী সামাজিক কাঠামোতে বাড়ির কাজ একতরফা নারীরই দায়িত্ব বলে গেঁথে গিয়েছে আপনাদের মাথায়), গৃহপরিচারিকা বাদ দেয়ায় তার কাজটুকুর বাড়তি চাপও সংসারে পড়েছে। এ অবস্থায় পরিবারে স্বস্তিকর পরিবেশ বজায় রাখতে আপনারা হাত বাড়ান। ভাগযোগ করে পরিবারের ছোট থেকে বড় সকলেই দায়িত্ব বুঝে নিয়ে কাজ করুন, দেখবেন ঘরবন্দী হওয়ার বিরক্তিও আসবে না। কাজের চাপে কারো মধ্যে খিটখিটে মেজাজেরও সৃষ্টি হবেনা।

যে যেভাবে পারুন করুন। যেমন প্রতিবেলার খাবারের আয়োজন একতরফা একজনের কাঁধে না রেখে একবেলার দায়িত্ব আপনি নিজে নিন অথবা বড়ছেলে বা মেয়ে থাকলে সে নিক। যাদের ছোট ছেলেমেয়ে আছে, তারা বাচ্চা দেখাশোনার দায়িত্ব নিতে পারেন। ফার্নিচার মুছা, থালাবাটি ধোয়া, ফ্লোর পরিষ্কার, ফিল্টারে পানি তোলা, বাথরুম পরিষ্কার করা ইত্যাদি কাজ পরিবারের প্রতিটি সদস্য ভাগ করে নিয়ে নিন। কাপড় ধোয়াটা অবশ্যই যারযার রাখুন।
দেখবেন, পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং আনন্দদায়ক হয়ে উঠবে গৃহে অবস্থানকালীন সময়টা।

দিনশেষে টের পাবেন পরিবারই আনন্দভূবন। গৃহই শান্তির নীড়।
ভালো থাকুন সকলে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ