আমি আর আমার অলকানন্দা

খাদিজাতুল কুবরা ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ১১:১৯:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

ছোট গল্পের জীবন__

বালিয়াড়িতে রেখচিত্র এঁকে ক্লান্ত অবসন্ন হয়,

কেন ফের ছোটেনা নতুন কোনো দ্বীপের বেখেয়ালি সীমানায়?

শেষ হয়ে ও যেন হয়না,

এ নিদারুণ আশার ব্যপ্তি ঝুলে আছে সংক্ষিপ্ত পাণ্ডুলিপির পাতায় পাতায়।

রাত্রির গাঢ় অন্ধকার দুচোখে,

চিকচিকে হিরকদ্যুতি গড়িয়ে পড়ে ; গ্রীবা দ্বয় ভিজে চুপসে থাকে।

শিথানের পাশে ঘুমন্ত নিষ্পাপ পাঁপড়ির আলতো স্পর্শে,

ব্যাথার যোজনাকারী মনের অজান্তেই হেসে উঠে!

প্রথম সূর্যালোকে ওরা হাসে, হলুদ প্রভাত হাতে মিশে রয় আমাতে।

দুটো অলকানন্দা ফুটে রয় দিনমান সারা ঘরময়।

ঘর্মাক্ত, ক্লান্ত দুপুর গড়িয়ে বিকেল লুটায় আমার গায়, সন্ধ্যাটা ভীষণ ম্যড়ম্যাড়ে,

এক চিমটি নুন স্ন্যাকসে ছিটিয়ে সাজিয়ে দিই আমার অলকানন্দার পাতে।

বেঁচে বর্তে কাটে দিনটি।

প্রগাঢ় ঘুমের আশ্রয় খুঁজি, মধ্য নিশীথে!

হয় মেলে না হয় দুঃখের দুয়ার খোলে।

দুঃখ গুলোকে শব্দে ভেঙে থরে থরে সাজিয়ে দিই শোকের সেলফে, এই তো রোজনামচা।

আছি বেশ!

আমি আর আমার অলকানন্দা।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ