আমিও যে মানুষ!

তৌহিদুল ইসলাম ২৮ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ০৭:৩৭:১৮অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

এই সংসার রঙ্গমঞ্চের আপন মাঠে
আমার দেহ-ছন্দ সেজেছে আজ নটরুপে-
কখনো আবৃত্তিতে,
কখনো হেসে কিংবা কেঁদে।

যে মহিমা সংসারের সীমা ছাড়িয়ে দূরে
অতীতে অনাগতে রেখেছিলাম ব্যস্ত,
অতীতে চিরন্তন ব্যাপ্তিতে;
উন্যাসিকতায় মত্তে-
হলো কি লাভ কিছু বলো?

মানব-জীবন চির যৌবন শক্তির প্রকাশে
অনন্ত শিখার অংশ রাখে প্রজ্জ্বলিত,
দিনের জনতামাঝে যে বাণী নিরব ছিলো;
রাত্রিতে তাই নিভৃতে ইঙ্গিতে ব্যক্ত করে-
অঙ্গুলি বাঁকিয়ে।

জীবনের নাট্যমঞ্চে সাদাকালো কিংবা রঙ্গিনে
নিজেদের অভিনয় ব্যস্ত সবাই,
ইতিউতি সাঙ্গ করে চলে গেলো;
আপন বিন্যাসে-
হলো কি লাভ কিছু বলো?

শরতের আলোকনাচে
আমলকি বীথিকার গাছে গাছে,
আমার সঙ্গীতেরা হারিয়ে যায়;
অদৃশ্য অজানায় সুক্ষ্ম নীলিমায়-
নিবিড় আনন্দে, ভাগাড়ে পল্লবের স্তুপে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ