আমার পৃথিবী

সৈয়দ আলী উল আমিন ৮ এপ্রিল ২০১৭, শনিবার, ০৯:৫৫:৪০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

তোমাকে আমার প্রয়োজন কেন সেকথা বলি !

তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী-

যখন সময় যন্ত্রণা নিয়ে হৃদয়ে নামে

তখন তোমার আকাশ একদিকে তপ্ত

অন্য দিকে অশান্ত বৃষ্টির ক্রন্দন ক্রমশ ।

তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী ।

 

তোমাকে আমার প্রয়োজন কেন সেকথা বলি-

তোমার বক্ষে আমার শান্তি,জীবনের অর্থনীতি

অভাব হতো না কখন কোনও মুহূর্তে সঞ্চয়ে- ব্যয়ে  

তখন নিমের শাখায়'ও পাখী বসতো নিশ্চিন্তে  

আনন্দ জেগে উঠত মন চরুয়ের চোখে,কাকের পাখায়,  

মাঠ ছেয়ে-যাওয়া শ্যামল ছায়ায় ঘেরা স্বাতন্ত্র্যের স্বাদ;  

আকাশের নীলিমা যেখানে স্নিগ্ধতা ছড়ায়,

প্রতিটি ইন্দ্রিয়তে স্বাদ বিলায় সুন্দর মোহন স্পর্শে ।

তুমি আমার জন্মস্থান, আমার পৃথিবী ।

 

তোমাকে আমার প্রয়োজন কেন সেকথা বলি!

অন্য আকাশ, অন্য অনেক চোখের ঈর্ষা

নির্জন স্বর, রক্তের গান এবং চতুর কাকলী,

তুমি যেন এখন নিম গাছে জীর্ণ-মুকুলে।

ললাটে রৌদ্রের তিলক এঁকেছে কেউ;

বিশীর্ণ হলুদ পাতায়ও কালো হাতের ছোঁয়া-

সাধু-বিত্তের মুখোশের আড়ালে কু-দৃষ্টির নিক্ষেপে,

তাই ভয় হয়___  

যদি শিশিরের মতো  মুছে যায় তোমার সংলাপ;   

যদি ক্ষয়ে যায় ক্রম-বিমর্ষে গাছের পাতা-সবুজের ছায়া!

যদি হারিয়ে যায়,যা সত্য,সুন্দর,মোহন এবং আনন্দসঞ্চারী-

তাহলে কোথায় পাবো ঘর্মাক্ত-ক্লান্ত দেহ-মনের শান্তির নিদ্রা ?   

এ-জন্যই তোমাকেই আমার প্রয়োজন সর্বময় সর্বক্ষণ

তুমি  আমার জন্মস্থান, আমার পৃথিবী ।।  

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ