আবার যদি

কামরুল ইসলাম ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ০৩:০৮:৫২অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

আবার যদি দেখা হয়,  গলির মোড়ে,  
উসকো খুসকো চুল,  সাদা পাকা অবয়বে 
মোটা কাঁচের চশমায়, দৃষ্টি রেখে  
জাগবে কি হৃদয়,  ব্যথাতুর আবিরে  ?   
 
আবার যদি কথা হয়, মুঠোফোনের বদৌলে 
কাঁপা কাঁপা কন্ঠে, গাঢ় নিশ্বাসে  
নিরবতার ভাষায়, সময়ের গভীরে 
বুঝবে কি তুমি,  আকুতি ঝরা মনের ? 
 

যদি মনে পড়ে,  বৃষ্টির অঝরে 
বিষণ্ণ অবসরে,  একাকীত্বের প্রহরে  
স্মৃতির পাতায় অবগাহন অগোচরে  
খুঁজবে কি আমায়,  একান্তীয় সহচরে  ? 
 

রচনা কাল  ঃ ০৭/১০/২০২১ 

ঢাকা

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ