তুষ্ট হয়েছে কে কবে

কামরুল ইসলাম ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৯:৫১:০৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

এক প্রহরে বন্ধি ছিলাম
নিঃসঙ্গতার ফ্রেমে
তুমি এসে হাতটি ধরলে
আলতো ছোঁয়া প্রেমে ।

কাঠবিড়ালী ছুটোছুটি
দৃষ্টি নেয় কেড়ে
ছায়ায় শীতল লেকের পাড়ে
বেলা যায় বেড়ে ।

সময়ের যেন বাঁধা নাই
চুমে যায় যেন মন
কাক শালিকে ডাকে জাগে
প্রকৃতির শিহরণ ।

লেকের জলে ঢেউ খেলে
শাপলা শালুক ফুলে
শিউলি ফুলের মালা গুঁজি
তোমার খোঁপার' চুলে ।

ডুবে ডুবে শিকার করে
পান কৌড়ির দল
তোমার কোলে মাথা রেখে
ভাবনা অবিচল ।

সময় ফুরায় সন্ধ্যা নামায়
প্রেম আরো জমে
তুষ্ঠ হয়েছে কে কবে
ভালবাসা কমে ????
~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১২/১০/১৯
ঢাকা

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ