আনন্দ

ইঞ্জা ২৪ জুন ২০১৭, শনিবার, ১১:৪০:৩৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৮ মন্তব্য

 

 

যদি পাহাড় হতাম, অঝোর বৃষ্টিতে একা একা ভিজতাম
ইচ্ছে হলে ঝরনাধারা হয়ে নিচের দিকে ঝাপিয়ে পড়তাম
কলকল করে এগিয়ে গিয়ে নদীতে নিজেকে বিলিয়ে দিতাম
স্রোতস্বিনী নদী আমাকে বয়ে নিয়ে যেতো, ছুঁয়ে ছুঁয়ে যেতাম প্রতিটি কুল
পথ ঘাট, বন্দর কতো কিছুই না ছুঁয়ে যেতাম ,কোনো বাধা মানতামনা
একসময় দূর থেকে সাগর দেখে উদ্দীপিত হতাম
ছুটে গিয়ে সাগরকে ছুঁয়ে সাগরেই আত্মাহুতি দিতাম নিজেকে, সেকি আনন্দই না হতো।

যদি বৃষ্টি হতাম, টিনের চালের ঐ বাড়ীটিতে টুংটাং শব্দে ঝরে পড়তাম
টিনের চাল আর আমি মিলে একটা অনন্য সুর ভাজতাম
গাছের ঢালে ভেজা কাকটাকে গান শুনাতাম, সে তন্ময় হয়ে শুনতো মোদের গান
বাড়ীর ছেলে বুড়োরাও শুনতো আমাদের টুংটাং রিমঝিম গান
একসময় ঝিরঝিরে বৃষ্টি হয়ে আত্মাহুতি দিতাম এই ধরিত্রীতে, সেকি আনন্দই না হতো।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ