আটাশ বছর পর আমি

নাজমুল হুদা ১৬ জুন ২০১৯, রবিবার, ১২:৫১:৫৩অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আটাশ বছর পর তোমার সবুজায়ন শরীরে
পুনরায় তেতাল্লিশ হাজার স্বপ্নাকাঙ্ক্ষিত যৌবনের জোয়ার।
তুমি নব যৌবনের স্রোতে গা ভাসিয়ে উঠবে
আমাদের সহাবস্থানেরা আসবে দশ বছর পর।

তোমার শরীরে সরগরম হবে মুধুর আমেজের উল্লাস।
আটাশ বছর পর প্রেমপিপাসুরা আবার
সংস্কার দেখবে , অবহেলিত ভালোবাসার মূল্যায়ন খুঁজবে।
একে অপরের আলিঙ্গন হবে আটাশ বছর পর
নব স্বপ্ন সৃষ্টির উন্মুক্ত প্রচারণা হবে বিস্তৃত শরীরে।

আমিও উত্তেজিত হব আটাশ বছর পর
জয়কামের উন্মাদে অভিযোগহীন আমি
তোমার বিস্তৃত শরীরে রঙিন প্রচারণায় চষে বেড়াবো ।

আটাশ বছর পর
মধ্যে দুপুরে আমার জয়কামের উন্মাদ নেশা
তোমার সর্বস্তরের প্রেমিকের উপর নীল বিষের বিস্তার ঘটাবে।

আমি সেদিন তোমাকে আহত করব
তোমার ভিতর স্থগিতাদেশ জারি করব
আটাশ বছর পর তোমাকে সত্যতার ভিত্তিতে অব্যাহতিও দিবো।

তোমার আদর্শ শরীরে-
লকলক করবে তখনও বাক-স্বাধীনতার দুঃস্বপ্ন ।

আটাশ বছর পরেও
তোমার শরীরে চাহিদা সম্পন্ন আটাশের অতীত ঝুলে থাকবে;
আটাশ বছর পর আমি তোমাকে কল্পিতভাবে আহত করবো
তোমাকেই বিষে বিষাক্ত করব আটাশ বছর পর আমি।

নেত্রকোনা, ময়মনসিংহ ।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ