আঙিনায় মধ্যবয়স্কা চাঁদ

নাজমুল হুদা ২৫ নভেম্বর ২০১৯, সোমবার, ০৭:০০:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ
আমার দেখা এই নতুন সভ্যতার পতন কোথায়;

জানেন গল্প বলি--
মধ্যবয়স্কা চাঁদ উঠে আঙিনায়। আলোকিত ধনুকে জীবন শিখে সদ্য যৌবন মুখস্থ আমার পুরুষ। না আলো,না অন্ধকার- চাঁদের ঢেকে রাখা অঙ্গীকার।

কেন বলছি জানেন--
প্রথম গন্তব্য, প্রথম আলো নিভে গেলে কাপুরুষের বৈধ চেহারায়।একাকীত্বের থাবা সামলাতে শপথ নিলে দেহ পাড়ার বণিকের মতো। যৌবন মুখস্থ পুরুষ গিলে চাঁদের কলঙ্ক।

শুনবেন, একদিন শেষপ্রান্তে--
সভ্যতার স্তরে লাঙ্গল চালায় অসভ্যতার নগ্ন চাষী
প্রজন্মের দেহে গন্ধ ফুটে- কে নৈতিকতার সর্বনাশী?

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ