আঁধারের নিমন্ত্রণ

রাতুল ২৩ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০৫:০০:৩১অপরাহ্ন কবিতা, বিবিধ, সাহিত্য ১০ মন্তব্য

আজ আমি হারিয়েছি শূন্যতায়,

ব্যর্থতা কে করেছি আলিঙ্গন।

আজ আমি বেশ ক্লান্ত,

আজ আমি বড্ড বেশি ক্লান্ত,

এক মুঠো হতাশা নিয়ে,

দেখছি আমি আঁধারের আগমন।

এ যেন সমাপ্তির শুরু।

 

আজ আমার কল্পনাতে পরবে-

তুলির শেষ ছোঁয়া।

আজ আমি বিদায় জানাবো এই গোধূলি কে।

আঁকড়ে ধরবো,

চাঁদের আলোয় মৃদু আঁধার কে।

আজ আমার সঙ্গী হবে-

নিস্তব্ধতা, নীরবতা আর মৌনতা।

 

আজ থেকে সৃতি গুলো,

আমায় আর পোড়াবে না,

আজ হবে আমার শেষ বারের মত-

হারিয়ে যাওয়া।

না ফেরার পথ ধরবো বলে,

আজ আমার শেষ বারের মত,

অপেক্ষার প্রহর গোনা।

আজ আমি নত হলাম শেষ বারের মত,

এ সমাজের কঠোর বাস্তবতায়।

 

জীবনের কাছে-

আজ আমি করেছি আত্মসমর্পণ।

অসহায়ত্বের শেষ সীমায় এসে,

আজ আমি গ্রহণ করবো-

আঁধারের নিমন্ত্রণ।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ