অ-সময় ও কথার কথা

ভোরের শিশির ৭ ডিসেম্বর ২০১৫, সোমবার, ০২:৫৭:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৪ মন্তব্য

কথার কথা
------------
আমিও একদিন মারা যাব।
নাহ্‍! এজন্যে মৃত্যুভয়ে কাতর নই,
বাঁধ ভেঙ্গে কথা বলি
করি মনে যা খুশী তাই।

আমিও বেঁচে আছি।
তাই বলে বাঁচার দম্ভ করিনি
কথার মায়াজালে ভন্ডামি আনিনি,
ছলা; কৌশলে সম্পর্কে বাঁধিনি।

আমিও ভালবাসি।
মনের মানুষ পেলে বন্ধুত্বে ডাকি
বেঁচে থাকার আনন্দে,
মন খুলেই কথা বলি।

আমিও মারা গিয়েছি।
বাকি সবার মতই
স্বপ্ন দেখার অনুভূতিতে,
আছি এখনো স্বপ্নের সোনেলা রঙে।

অ-সময়
------------

সময়টা বড্ড অদ্ভুত!

আজকাল আর ভোর হয় না, বিকেল নেই; নেই গোধুলিও...
আর রাত!
সে এক বড্ড সেকেলে সময়, গোনাগুনতি নেই
ডুবিয়ে’ই রেখেছে আদি'র মত।

দুপুরের কড়া রোদে চামড়া পোড়ে না এখন আর,
পথ বেছে নিতে না নিতেই হারিয়ে যায় দীর্ঘ শ্বাসের মত।

কিছুই তো নেই তবে!

আছে; আছে শুধু এই সময় পেরুনোর তৃষ্ণার্ত জ্বালা।

অ-সময় এভাবেই পার পেয়ে যায় কথার কথায়...
(দু'চোখে ঘুম নেই তাই
লিখে রাখা পুরনো কথার কথায়
অ-সময় পার করে যাই।)

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ