অহো-কথা

গোধূলি ১০ জুন ২০১৩, সোমবার, ০১:১১:৫৭পূর্বাহ্ন গল্প ৩১ মন্তব্য

বুধবার রাত ১১টা। দরজার বেল বাজলো। অহনা দরজা খুলল। লম্বামতন একজন, খোঁচাখোঁচা দাড়ি। অহনা সবিস্ময়ে বলল, "অপু"

"কিরে, অহো "

"এই অসময়ে কেউ ভদ্রলোকের বাসায় আসে?"

"I guess,এটা ভদ্রলোকের বাসা নয়। ভদ্রলোকের বাসার দারোয়ান ঢুকতে দিল যে। ফ্রেন্ডের বাসায় আসার কোন নির্দিষ্ট টাইম আছে নাকি? ভেতরে ঢুকতে দিবি না?"

"আয় ,কিছু খেয়ে এসেছিস নাকি?"

"আমার মত celebrityদের মাঝেমধ্যে একটুআধটু ... বুঝিসই তো"

ড্রইংরুমে সোফায় ধপ করে বসে পড়ল অপু। বলল, "কেমন চলছে তোর সংসার? তোর husband কই?"

"উনার জন্যই তো wait করছি। প্রায়ই দেরী হয়।"

"বেশ মুটিয়ে গেছিস।"

"তিন মাস চলছে।" লাজুক ভঙ্গিতে বলল অহনা ।

"কেন? তোর husbandএর কি তর সইল না?"

"আমার সয় নি,তাই। তোর খবর বল।"

"এই তো আছি বেশ। আমার filmগুলো দেখেছিস? আজকাল টিভি,নিউজপেপারে প্রায়ই-"

"না দেখিনি।"

"Oh,God! কি বলিস? তুই জানিস, আমি আমাদের দেশের film industryতে legend হতে যাচ্ছি। 1st filmটা  হিট না হলেও বেশ প্রশংসা কুড়িয়েছে।"

"প্রশংসা!!! ভাল।"

"2ndটা average but জাতীয় চলচ্চিত্র পুরস্কারে best filmএ মনোনয়ন পেয়েছিল।"

"ঐ মনোনয়ন পর্যন্তই, পুরস্কার তো আর পায়নি।"

"পায় নি তো কি হয়েছে? futureএ পাবে। 3rd filmটি বাণিজ্যিক,গত সপ্তাহে মুক্তি পেল,সুপার হিট,producer বেশ happy।"

"শুনলাম, ওটার actressএর সাথে নাকি তোর-"

"হুমম,বুঝতে পেরেছি। celebrityদের নিয়ে গুজব লেগেই থাকে। আজকাল মেয়েরাও filmএ আসার জন্য এত্ত crazy হয়ে ওঠে যে..."

"মেয়েটা দেখতে ভালই,বিয়ে করে ফেললেই পারিস।"

"বাদ দে ওসব। গত দুবছরে তুই আমার ফোন ধরিস নি কেন? কতবার ফোন দিয়েছি। ভেবেছিলাম,নম্বর বদলেছিস। সবাই বলল, বদলাস নি।"

"আমার বিয়ে attend করিস নি কেন?"

 

গল্পের বাকী অংশ পড়তে চলে আসুন বইমেলায়, সংগ্রহ করুন “অনুভূতি গেছে অভিসারে”।

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ