মাত্র ২৮০ টাকায় সারা মাস ইন্টারনেট ব্যাবহার করুন ৫জিবি পর্যন্ত !!

বাংলাদেশে ইন্টারনেট এর দাম যেমন বেশী সেই তুলনায় সার্ভিস ও তেমন ভাল না ।

দাম বেশী হওয়ার কারণে অনেকেই সুবিধা মত ইন্টারনেট ব্যাবহার করতে পারছেন না ।

এখন আমি আপনাদের বলব কিভাবে সম্পূর্ণ বৈধ উপায়ে আপনি অল্প দামে বেশী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন ।

প্রথমে টেলিটকে মাত্র ৯৯ টাকায় এক জিবি ডাটা চালু করুন ।

১জিবি মাত্র ৯৯টাকা প্যাকেজটির বিস্তারিতঃ

টেলিটকে ১জিবি ৩জি ইন্টারনেট মাত্র ৯৯ টাকা + ভ্যাট । মেয়াদ অ্যাক্টিভ করার দিন থেকে মোট ৩০ দিন। ইন্টারনেট স্পীড সর্বচ্চো ১এমবিপিএস হবে।
যেকোনো টেলিটক প্রিপেড গ্রাহক প্যাকেজটি ক্রয় করতে পারবেন। ১ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন রাত ২ টাকা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। (মোট ১৬ ঘণ্টা) বাকি সময় Pay Per Use (১৫ কেবি/পয়সা) প্রযোজ্য হবে। অথবা, এই সময় অন্য প্যাক অ্যাক্টিভ থাকলে, তা খরচ হবে। ১৫% ভ্যাট প্রযোজ্য। ভাট সহ দাম ১১৩.৮৫ টাকা মাত্র।
অ্যাক্টিভ করতে ম্যাসেজে D60 লিখে 111 এ সেন্ড করুন।

এবার বাংলালিকে মাত্র ২.৫ টাকায় ১৮ এমবি প্যাকেজ টি নিতে পারেন । এতে এক জিবির দাম পড়বে (১০২৪/১৮)=৫৭@২.৫টাকা মানে ১৪৫ টাকা ।

বাংলানিংক দিচ্ছে ২.৩০টাকায় ১৮ মেগাবাইট । সেজন্য আপনাকে play পেকেজে একটিভ করতে হবে।Play পেকেজে মাইগ্রেট করতে আপনাকে ডায়েল করতে হবে 77662 নাম্বারে।অথবা p লিখে ৯৯৯৯ নাম্বার এ সেন্ড করুন ।তারপর পেকেজ এ্যাকটিভ করে ডায়েল করুন ... *222*1*7# নাম্বারে ।একটু অপেক্ষা করুন sms এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার কাংক্ষিত. ১৮ mb ৫ sms ৫ mms । আর এই অফারটি বার বার পাওয়ার জন্যআপনাকে অফার টি off করতে হবে । off. করতে ডায়েল করুন *222*2*7# নাম্বারে ।
তারপর আবার পেকেজটি ক্রয় করুন।বি.দ্র. Play পেকেজ একটিভ না থাকলে ৯ টাকা কেটে নিবে ।

শুধুমাত্র ফেসবুক ইউজ করার জন্য রবি ব্যাবহার করতে পারেন । এতে আপনি প্রতিদিন ১০০এমবি করে মাসে ৩০০০এমবি মানে প্রায় তিন জিবি ব্যবহার করতে পারবেন । তাও আবার একদম ফ্রী তে ।

প্যাকেজ একটিভ করতে ডায়াল করুন
*8444*00#

তাহলে আপনার মোট খরচ হল
৯৯+১৪৫+০=২৪৪ টাকা যা ভ্যাট সহ ২৮০ টাকার মত ।

আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন
১জিবি+১জিবি+৩জিবি =৫ জিবি ।

আজ এ পর্যন্ত ই
সবার শারীরিক সুস্থতা কামনা করছি
ভাল থাকুন সুস্থ থাকুন ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ