অলুক্ষুণে সময়

সাদিক মোহাম্মদ ২৭ মে ২০১৪, মঙ্গলবার, ১০:৫৩:৩৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

আর কতো ধর্য্যধারণ
কতোকাল নীরব থাকা...
সব ঠিক হয়ে যাবার অপেক্ষা!

কুঠারের তলে বনবীথি-নিসর্গ
জলাশয় এখন মৃতের আখড়া
শীতলক্ষ্যায় ভাসছে লাশ
প্রাণের আকুতি-আর্তনাদ
কেউ শুনছো? ডেকে উঠলো পেঁচা
কী অলুক্ষুণে সময় রে বাবা!
শহরে ভুতুম এলো কোত্থেকে
নাকি কোনো বখাটের রিংটোন

অদ্ভুত আশকারা পেয়েছে ওরা
উশৃংখল চৌকিদার অথবা
পাগলা কুকুর- দুটোই বিপদজনক

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ