অর্পিতা ৩

সঞ্জয় কুমার ২২ জুন ২০১৪, রবিবার, ০৮:৫০:৫৩পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

কি বলব সেটা ভাবছিলাম ।

আরে আপনি !!

কেমন আছেন ?

রাজু বেড পেলি কখন?

সকালে ডাক্তার এসেছিল?

এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করল ।
রাজু :
বেড এর ব্যাবস্থা উনি করেছেন
ডাক্তার সকালে একবার এসেছিল সন্ধ্যায় আবার আসবেন
টেষ্ট গুলি দ্রুত করতে বলেছেন । ।

চলুন আমরা নিচে যাই
একজন রোগীর পাশে বেশী মানুষ থাকা ঠিক নয়

আচ্ছা চলুন

আমার হার্টবিট অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে
জীবনে প্রথম কোন অপরিচিত মেয়ের সাথে পাশাপাশি একসাথে হাঁটছি

চলুন আমরা ঐ কফি শপে বসি

আমি মাথা নাড়ালাম
গলা শুকিয়ে কাঠ কথা বললেও হয়ত মুখ দিয়ে কোন শব্দ বের হত না

বসুন

কি খাবেন?

জল

শুধুই জল

হু

এক গ্লাস জল একবারে শেষ করে ফেললাম

আপনি কি অসুস্থ বোধ করছেন?

কই না তো আমি ঠিক আছি

দেখুন তো ব্যাস্ততার জন্য আপনার পরিচয় ই জানা হয়নি

আমি জয় । জন্মস্থান যশোর । আমরা দুই ভাই
আমি
যশোর পলিটেকনিক এ সিভিল বিভাগে ফাইনাল সেমিষ্টার এ
ছোট ভাই এইচ এসসি প্রথম বর্ষ

মনে হচ্ছে এলোমেলো ভাবে বলে ফেললাম আর একটু গুছিয়ে বলা যেত

আপনি ?

আমি অর্পিতা
যশোর ধর্মতলায় থাকি
আমরা একবোন দুই ভাই
ছোট ভাইকে তো দেখলেন
ও এবার এসএসসি দিয়েছে
আমি যশোর এম এম কলেজে ইংরেজীতে অনার্স করছি প্রথম বর্ষ

আর একজন??
মানে আপনারা দুই ভাই বলেছিলেন

ওটা বলছি আগে কফি নেন ঠান্ডা হয়ে যাচ্ছে

আপনি তো আমাদের জন্য অনেক করলেন আর একটা কাজ করতে পারবেন?

কি কাজ ?

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ