অভিশাপে আরাম লাগে

নাজমুল হুদা ৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৪:৪১:১৭অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

এখন আমার বিচার চাইতে লজ্জা লাগে;
বরং অভিশাপে ধুয়ে দিতে আরাম লাগে

অভিশাপ দাও এখন সবাই দলে দলে
মুখ ভরে বমি করে অভিশাপ দাও মানবতার বুকে
পোড়া নাভি, পোড়া মাতৃত্ব অভিশাপ দাও গুরুকে
আঁধারে জননীর গর্ভে বেওয়ারিশ ভোটের বাক্স
মোটা তাজাকরণ পদ্ধতির সুস্থ ধারার বহিষ্কার
বিউটি পার্লার সজ্জিত এক বিউটিশিয়ান তদন্ত
সবাই এখন নতুন জোটে অভিশাপের স্লোগান তুলো।

এখন আমার বিচার চাইতে লজ্জা লাগে;
বরং অভিশাপে ধুয়ে দিতে আরাম লাগে

এখন তোমার কাছে আমার কারো বিচার না
বরং লোভের কামড়ে লোভাতঙ্ক রোগ সারাতে
আমার দেশপ্রেমিকের ঠোঁটে প্রতিষেধক চুমু খাও।

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ