অভিনয়

ফজলে রাব্বী সোয়েব ১৯ জুন ২০২০, শুক্রবার, ০৭:০৭:২৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

দুচোখ ভরা স্বপ্ন ছিল, ঘুম ভাঙতেই উবে গেল।
প্রেমপূর্ণ হৃদয় ছিল, যান্ত্রিকতা কেড়ে নিল।
নির্ভেজাল হাসি ছিল, কষ্টের আঘাতে মিলিয়ে গেল।

এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না,
এখন আর কাউকে ভালবাসতে ইচ্ছে হয় না,
এখন আর মন খুলে হাসতে ইচ্ছে করে না।

করে চলছি অভিনয় নিজের সাথে।
স্বপ্ন দেখার অভিনয়,
ভালবাসার অভিনয়,
হাসিটাও চলছে অভিনয় দিয়ে।

মাঝে মধ্যে অবাক হয়ে আয়নায় দেখি নিজেকে!
গর্বে ভরে ওঠে বুক,
পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা খুঁজে পাই,
হ্যাঁ, আমি অভিনয় করতে শিখে গেছি,
সত্যিই শিখে গেছি!

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ