অবেলার ডাক

কামরুল ইসলাম ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, ১১:৩৪:৩১পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

এতোগুলো বসন্ত ছুঁয়ে গেছে, তুমি আসোনি ~
গোলাপের পাপড়ি ঝরে পড়েছে, ফিরে দেখোনি ~
কত রোদ বৃষ্টি অপেক্ষা করেছি, দেখা মেলেনি ~
নদির জল শুকিয়ে গেছে, তবুও খরা কাটেনি ~
জোছনা মাখা চাঁদের মুখ, আমায় দেখেনি ~
রাতের আঁধার শেষে, ভোর আসেনি ~
শিউলিরা ঝরেছে দুই যুগ, গাঁথা হয়নি মালা ~
কত পাখি গেছে উড়ে, কত মেঘ মালা ~
ডাক পিয়নের ঝুলি ভরা খাম, কত নামে বেনামে ~
অব্যক্ত কথা হয়নি লেখা, নিসঙ্গ সংগ্রামে ~
কত স্বপ্ন দেখেনি আলো, বুক চিরে ~
ফেরা হয়নি আমার, পাখিরা যখন নীড়ে ফিরে ~
তবুও বুক বেঁধেছি, আশায় নিরাশায় ~
ভেঙেছি, গড়েছি, পূর্ণতায় শূণ্যতায় ~
আজ অবেলায় এসেছে তোমার ডাক ~
অনাদায়ি প্রেম, থাক বুকে জমা থাক ~
নতুন প্রেমে, নতুন গানে, আবার উঠি জেগে ~
দুটি প্রাণে স্বপ্ন আঁকি, একাগ্র অনুরাগে ।।
~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৪/০১/২০২০
ঢাকা ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ