অবিবাহিত বাবা (০৪)

রাফি আরাফাত ২৫ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ০৪:০৬:৪৫পূর্বাহ্ন গল্প ২১ মন্তব্য

ছোট্ট আরিয়ান আজ অনেক বড় হয়েছে।কলেজে উঠেছে।কিন্তু এখনো সে প্রতি রাতে আমার সাথে সেই ছোট্ট আরিয়ানের মতোই মাকে খুজতে বের হয়-------

- আচ্ছা বাবা আমি আর কতো বড় হবো?
- কেন?
- আমি তো অনেক বড় হয়েছি বাবা। তাও মা আসেনা কেন?
- হয়তো আর কিছুদিন পর আসবে,অথবা তুই খুজে বের করবি এই অপেক্ষায় তোর মা বসে আছে।
- কিন্তু আমরা কি কম খুজেছি বাবা।প্রতিটা রাত খুজেছি মাকে।
- মার কি আমার কথা একদমি মনে পরে না বাবা?
- পরবে না কেন বাবা।পরে তো।
- তাহলে আসে না কেন?
- আর বেশিদিন না বাবা। চলে আসবে।
- বাবা তুমি সত্যি করে বলোতো মা কবে আসবে?
- কিছুদিনের মধ্যেই চলে আসবে বাবা।
- বাবা আমার শরীরটা আজ ভালো যাচ্ছে না।আজ আর না এগোই। এখন বাসা ফিরে যাই কেমন?
- আচ্ছা ঠিক আছে বাবা চলো।
- বাবা তুমি ঘুমিয়ে পরো। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পরছি কেমন।
- আচ্ছা ঠিক আছে।
-বাবা তুমি কি কোন কারনে চিন্তুিত?
- নারে বাবা। যা তুই ঘুমিয়ে পর। অনেক রাত হয়েছে বাবা। মশারী টাঙ্গিয়ে শুয়ে পরিস কেমন।
- আচ্ছা ঠিক আছে বাবা তুমিও ঘুমিয়ে পরো।
- ছি বাবা ছি! তুমি এতোদিন আমাকে বুজিয়ে এসব নোংরা কাজ করতে?

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ