অবিবাহিত বাবা (০২)

রাফি আরাফাত ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ০৩:৩১:০৩পূর্বাহ্ন গল্প ১৩ মন্তব্য

সে কথার উত্তর আমার কাছে ছিলো না।তাই কিছু না বলে সেদিন আরিয়ানকে নিয়ে বাসা চলে যাই।ঘুম পাঠাই তাকে।প্রতিদিনের মতো আজও আমরা বের হয়েছি,মাকে খুজতে----

- আচ্ছা বাবা তুমি বললা না কেন?
- কি বলিনি বাবা।
- তুমি প্রতিদিন রাতে আমাকে ছেড়ে কোথাও যাও?
- কই কোথাও নাতো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো বাবা।
- আচ্ছা বাবা মিথ্যে বলে কি পাপ হয়?
- হ্যাঁ, হয়তো। মিথ্যে বলা মহা পাপ।
- তাহলে তুমি কেন মিথ্যা বলছো বাবা?
- কই নাতো।আমি আবার কি মিথ্যে বললাম?
- এইযে তুমি প্রতিদিন আমাকে ঘুম পাঠিয়ে বাইরে এক আন্টির সাথে দেখা করতে যাও,কিন্তু তুমি বলছো যাও না।
- তুমি কিভাবে দেখলে?
- আমার সেদিন রাতে ঘুম আসতেছিলো না,তখন উঠে দেখি তুমি নাই। জানালায় গিয়ে নিচে তাকাতে দেখি তুমি কথা বলছো ওই আন্টির সাথে।তারপর থেকে প্রতিদিন আমি দেখি তুমি ওখানে গিয়ে ওনার সাথে কথা বলো।আচ্ছা বাবা উনি কে?
- ওহ উনি আমাদের পাড়া পাহারা দেয়।প্রতিদিন রাতে আমি ওনাকে টাকা দেই ওনার বাচ্চাদের চকলেটস খাওয়ানোর জন্য।
- সত্যি, বাবা।
- হুম, সত্যি।
- আচ্ছা বাবা আজও কি মাকে খুজে পাবোনা?
- খুজে দেখি আগে।
- বাবা আমার আজ ভালো লাগছে না।চলো বাসা চলে যাই।
- ওহ,আচ্ছা আমার কোলে আসো বাবা।
- বাবা আজ আমিও আন্টির সাথে দেখা করতে যাবো।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ